For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত্যু বেড়ে ১১, আতঙ্কে পিটসবার্গ

পিটসবার্গে বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে হল ১১ জন।

  • |
Google Oneindia Bengali News

পিটসবার্গে বন্দুকবাজের হামলায় মৃত বেড়ে হল ১১ জন। স্থানীয় সময় শনিবার সকালে রবার্ট বোয়ার্স নামে বছর ৪৬ এর এক ব্যক্তি হামলা চালায়। প্রকাশ্যে ছোঁড়া গুলিতে ঘটনাস্থলে ৮জনের মৃত্যু হলেও পরে আরও তিনজন মারা গিয়েছেন। এর মধ্যে পুলিশকর্মীও রয়েছেন। মূলত পিটসবার্গের সংখ্যাধিক্য ইহুদিদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। কারণ আততায়ী রবার্টের স্যোশাল মিডিয়া পোস্টে ইহুদি বিদ্বেষ দেখেও তদন্তকারীরা তাই মনে করছেন।

আমেরিকায় বন্দুকবাজের হামলায় মৃত্যু বেড়ে ১১, আতঙ্কে পিটসবার্গ

সবমিলিয়ে রবার্টের বিরুদ্ধে ২৯টি অভিযোগ আনা হয়েছে। স্কুইরেল হিলের এই ঘটনায় দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। ইহুদিদের উপরে আমেরিকায় এভাবে কোনওদিন হামলা হয়নি বলে জানা গিয়েছে। উপরাষ্ট্রপতি মাইক পেন্স, রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সহ রাষ্ট্রনেতা থেকে আমজনতা সকলেই এই ঘটনায় মুখ খুলেছেন। সকলেই আমেরিকার ঐক্য মজবুত করার ডাক দিয়েছেন।

[আরও পড়ুন:খুন মাত্র একজন সাংবাদিক! তার জেরেই পশ্চিম এশিয়ায় জারি কূটনৈতিক সংঘাত ][আরও পড়ুন:খুন মাত্র একজন সাংবাদিক! তার জেরেই পশ্চিম এশিয়ায় জারি কূটনৈতিক সংঘাত ]

ঘৃণা থেকে ঘটানো অপরাধ. খুন, ষড়যন্ত্র সহ একাধিক অভিযোগ রবার্টের বিরুদ্ধে আনা হয়েছে। দোষী প্রমাণে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আততায়ীর। ঘটনায় কোনও শিশু হতাহত হয়নি।

[আরও পড়ুন: ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল ৮ ইহুদির][আরও পড়ুন: ফের রক্তাক্ত আমেরিকা, বন্দুকবাজের গুলিতে প্রাণ গেল ৮ ইহুদির]

প্রসঙ্গত, পিটসবার্গে শনিবার সকালে এই হামলা হয়। একটি শিশুর নামকরণ অনুষ্ঠানে ঢুকে এলোপাথারি গুলি চালায় বন্দুকবাজ রবার্ট। হামলায় পুলিশের পাল্টা গুলিতে রবার্টেরও চোট লেগেছে। সেও হাসপাতালে ভর্তি রয়েছে। আমেরিকার অন্য বড় শহরে এর আগে হামলার ঘটনা ঘটেছে। তবে পিটসবার্গে এই প্রথম এমন নাশকতার ঘটনা ঘটল।

English summary
Hate crime charges filed in Pittsburgh shooting that left 11 dead
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X