For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জঙ্গি মদতের অভিযোগ প্রমাণিত, পাক আদালতে দোষী সাব্যস্ত জঙ্গি হাফিজ সইদ

অবশেষে পাকিস্তান মানল যে জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্য করেছে জামাত নেতা হাফিজ সইদ। মুম্বই হামলার মূল চক্রীকে বুধবার দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা বা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট।

Google Oneindia Bengali News

অবশেষে পাকিস্তান মানল যে জঙ্গি কার্যকলাপে অর্থ সাহায্য করেছে জামাত নেতা হাফিজ সইদ। মুম্বই হামলার মূল চক্রীকে বুধবার দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সন্ত্রাস দমন শাখা বা কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট।

জঙ্গি মদতের অভিযোগ প্রমাণিত, পাক আদালতে দোষী সাব্যস্ত জঙ্গি হাফিজ সইদ

কয়েক মাস আগেই রাষ্ট্রপুঞ্জ হাফিস সইদকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল। তারপরেই বিপাকে করে পাকিস্তানের জঙ্গি দমন দফতর তাকে গ্রেফতার করে। বুধবার পাকিস্তানের একটি আদালত তাঁকে জঙ্গি কার্যকলাপে মদত দেওয়ায় দোষী সাব্যস্ত করে।

রাষ্ট্রপুঞ্জ হাফিস সইদের মাথার দাম ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছে। একমাস আগে লাহোরের গুজরাওয়ালা থেকে গ্রেফতার করা হয়েছিল তাকে। সরকারি আইনজীবীর তরফে পাঞ্জাব প্রদেশ থেকে মামলািট সরিয়ে লাহোর থেকে ২০০ কিলোমিটার দূরে গুজরাট এটিসির কোর্টে স্থানান্তরের আবেদন জানানো হয়েছে। সেই আবেদনের প্রেক্ষিতেই মামলাটি গুজরানওয়ালা থেকে গুজরাট এটিসিতে স্থানান্তরিত করা হচ্ছে। সেখানেই পরবর্তী শুনানিন হবে।

লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে ২৩িট এফআইআর দােয়র করেছিল এটিসি। তাতে বলা হয়েছিল পাঞ্জাব প্রদেশে বিভিন্ন জঙ্গি সংগঠনকে অর্থ সাহায্য করে মদত দিয়েছিল সে। পুলওয়ামা হামলার পর থেকে আন্তর্জাতিক মহলে হাফিজ সইদকে গ্রেফতারের জন্য চাপ বাড়ছিল পাকিস্তানের উপর। ইমরান খানের আমেরিকা সফরের আগেই তাকে গ্রেফতার করে পাকিস্তান।

English summary
Hafiz Saeed was declared guilty of "terror financing" in a Pakistani court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X