For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার পর এবার ভারত! সীমান্তে এবার চিনের যুদ্ধ বিমান

ডোকলাম পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তে চিন এবার মোতায়েন করতে চলেছে H-6K বোমারু বিমান।

  • |
Google Oneindia Bengali News

ডোকলাম পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় ভারতীয় সীমান্তে চিন এবার মোতায়েন করতে চলেছে H-6K বোমারু বিমান। H-6K বোমারু বিমানকে পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সে ব্যাক বোন বলে ধরা হয়ে থাকে।

কী এই H-6K বিমান

কী এই H-6K বিমান

রাশিয়ার Tu-16 Badger-এর চিনের সংস্করণ এটি। লাইসেন্স নেওয়া। মধ্যম পর্যায়ের বোমারু বিমান। যা চিনের সেনাবাহিনী প্রথম ব্যবহার করে ৫ জানুয়ারি ২০০৭-এ। সেনাবাহিনীর কাজে যুক্ত করা হয় ২০০৯-এর ১ অক্টোবর।

তৈরি চিনেই

তৈরি চিনেই

H-6K বিমান তৈরি করেছে জিআন এয়ারক্রাফট কোম্পানি। এখনও পর্যন্ত তাইওয়ানের গুয়ামে আমেরিকার মোকাবিলায় রাখা রয়েছে এটি। তবে ডোকলাম পরবর্তী পরিস্থিতি চিনের সেনাবাহিনীর তরফে এটিতে ভারতের দিকেও মোতায়েনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিমানেই রয়েছে র‍্যাডার। রয়েছে ইলেকট্রো অপটিক্যাল টারেট। মিসাইল অ্যাপ্রোচ ওয়ার্নিং সিস্টেম সেনসরও রয়েছে বিমানের সামনে ও পিছনের দিকে।

এই যুদ্ধ বিমানে YJ-12 এবং YJ-100 মিসাইল রেখে পরীক্ষাও করেছে চিন।

বিকল্পও তৈরির চেষ্টা

বিকল্পও তৈরির চেষ্টা

সূত্রের খবর অনুযায়ী, চিন H-6K বিমানের বিকল্পও তৈরি করে ফেলেছে। যেটি হল H-6N।

(প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
H-6K bomber aircraft is now being deployed against India by Chinese air force
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X