For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্রান্সে পত্রিকা দফতরে জঙ্গি হামলা, গুলিতে নিহত ১২

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

প্যারিস, ৭ জানুয়ারি: একটি সাপ্তাহিক পত্রিকার দফতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল কয়েকজন মুখোশপরা বন্দুকবাজ। গুলিতে নিহত হয়েছেন অন্তত ১২ জন। বুধবার ঘটনাটি ঘটেছে প্যারিসে। এই ঘটনাকে 'জঙ্গি হামলা' বলেই বর্ণনা করেছেন ফরাসি রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া অলাঁদ।

প্যারিসের সাপ্তাহিক পত্রিকা 'শার্লি এবদো' শ্লেষাত্মক লেখা ও কার্টুন ছাপার জন্য বিখ্যাত। ২০১১ সালে তারা পয়গম্বর হজরত মহম্মদের একটি ব্যঙ্গাত্মক কার্টুন ছেপেছিল। তার জেরে বিক্ষোভও হয় প্যারিসে। সেই সময় কিছুদিন পরই রহস্যজনকভাবে পুড়ে যায় তাদের অফিস। কার্টুন-কাণ্ডের সঙ্গে আজকের ঘটনার সম্পর্ক থাকতে পারে বলে মনে করছে পুলিশ। কোনও জঙ্গি সংগঠন এর পিছনে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কক

পুলিশকর্তা লিউক পয়ঁআঁ বলেন, "ওরা দু'টো গাড়িতে করে এসেছিল। মুখোশ পরে এসেছিল বলে জানতে পেরেছি। গুলি চালিয়ে পালিয়ে যায়। যে ১১ জন মারা গিয়েছে, তাদের দু'জন পুলিশকর্মী।" তিনি জানান, হামলাকারীদের সঙ্গে কালাশনিকভ রাইফেল ও রকেট লঞ্চার ছিল।

রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া অলাঁদ বলেন, যত দ্রুত সম্ভব দোষীদের খুঁজে বের করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করার জন্য তিনি উচ্চ পর্যায়ের ক্যাবিনেট বৈঠক ডাকেন।

'শার্লি এবদো'-র অফিস থেকে বাস্তিল মেট্রো স্টেশনের দূরত্ব খুব বেশি নয়। ফলে মেট্রো চেপে হামলাকারীরা যাতে পালাতে না পারে, সেই জন্য সতর্ক করা হয়েছে পুলিশকে।

English summary
Gunmen attack office of French magazine in Paris, 11 killed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X