For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি সপ্তাহেই শুরু টিকাকরণ! সবুজ সংকেত দেওয়া হল অক্সফোর্ডের ভ্যাকসিনকে

Google Oneindia Bengali News

বিশ্বে প্রথম দেশ হিসাবে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন অনুমোদন দিল গ্রেট ব্রিটেন। মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির সুপারিশ অনুযায়ী এই অনুমোদন মিলেছে। এদিকে আজই ভারতেও এই ভ্যাকসিন অনুমোদনের বিষয়ে বৈঠক বসতে চলেছে। সূত্রের খবর, এই সপ্তাহেই অনুমোদন দেওয়া হতে পারে কোভিশিল্ডকে।

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় পুরো প্রক্রিয়া শেষ

জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় পুরো প্রক্রিয়া শেষ

জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য প্রায় পুরো প্রক্রিয়া শেষ। সূত্রের খবর, জানুয়ারিতেই কোভিশিল্ড-কে সবুজ সংকেত দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ শুধুই আনুষ্ঠানিক ছাড়পত্রের অপেক্ষা। করোনা টিকা নিয়ে এমনই খবর মিলেছে সূত্র মারফত।

করোনা ভ্যাকসিনের 'ড্রাই রান'

করোনা ভ্যাকসিনের 'ড্রাই রান'

জানা গিয়েছে, জরুরি ভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন পেতে চলেছে সিরামের কোভিশিল্ড। অক্সফোর্ড এবং অ্যাস্ট্রোজেনেকার সঙ্গে মিলে এই টিকা তৈরি করেছে পুণের সংস্থা। এদিকে প্রস্তুতি হিসাবে মোট চার রাজ্যে ইতিমধ্যেই হয়েছে করোনা ভ্যাকসিনের 'ড্রাই রান।'

আজই ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন

আজই ছাড়পত্র পেতে পারে অক্সফোর্ডের ভ্যাকসিন

সূত্রের খবর, হয়ত এই সপ্তাহেই ভারতে ছাড়পত্র পেতে পারে অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ডের সম্ভাব্য ভ্যাকসিন। শেষ পর্যায়ে ফের সব খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজই বৈঠকে বসবে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে এমনটাই খবর। এদিকে করোনা ভ্যাকসিন বাজারে চলে আসতে চললেও, এখনও মানুষের মনে এই ভ্যাকসিন সম্পর্কে ধারণা স্পষ্ট নয়। মনে ঘুরছে প্রচুর গুজব।

দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

দেওয়া হচ্ছে প্রশিক্ষণ

এখনও পর্যন্ত দেশে করোনা ভ্যাকসিন প্রয়োগ শেখাতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে ৭ হাজার আধিকারিক এবং কর্মীদের। অনুষ্ঠিত হয়েছে ২৩৬০টি প্রশিক্ষণ সেশন। এই ড্রাই রানগুলি সম্পন্ন হলেই প্রতিটি রাজ্যে করোনা ভ্যাকসিন সংক্রান্ত টাস্ক ফোর্স গঠিত হবে। এখনও পর্যন্ত দেশে ১ কোটি ১০ লক্ষ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে নয়া বছরে করোনা ভ্যাকসিনের দিকে তাকিয়ে সবাই। আশা করা হচ্ছে যে সব ঠিকঠাক থাকলে জানুয়ারিতেই দেশে চালু হতে পারে করোনা টিকাকরণ।

<strong>'অধিকারী সম্ভ্রমে' আঘাত, 'কাঁথি' বনাম 'কালীঘাট'-এর লড়াইয়ে পদ্মফুলে শিশিরবিন্দু!</strong>'অধিকারী সম্ভ্রমে' আঘাত, 'কাঁথি' বনাম 'কালীঘাট'-এর লড়াইয়ে পদ্মফুলে শিশিরবিন্দু!

English summary
Great Britain gives approval to Oxford Astrazeneca's Covishield, will start vaccination this week
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X