For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজ্ঞাপনের যন্ত্রণা থেকে বাঁচার উপায় দেবে গুগল

কোন সাইটে গিয়ে কিছু সার্চ করার পর গুগলের বিজ্ঞাপন হয়তো আপনাকে তাড়া করে ফিরছে। এই যন্ত্রণা থেকে মুক্তির উপায় কী? গুগল নিজেই এবার সেই সুযোগ দেবে।

  • By Bbc Bengali

Advertisements
Getty Images
Advertisements

ইন্টারনেটে কোন একটা সাইটে গিয়ে কিছু খুঁজেছেন বা গুগলেই হয়তো সার্চ দিয়েছেন। এরপর থেকে সেই জিনিসের বিজ্ঞাপন আপনি যে সাইটেই যাচ্ছেন সেখানেই আপনাকে টার্গেট করছে।

এমন অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে আরও বহু ইন্টারনেট ব্যবহারকারীর মতো।

এই যন্ত্রণা থেকে আপনাকে মু্ক্তি দিতে গুগল নিজেই এবার একটা অপশন বাতলে দিচ্ছে।

কেউ এখন ইচ্ছে করলে এই বিজ্ঞাপন 'মিউট' করে দিতে পারবে।

'রিমাইন্ডার এড' নামে পরিচিত এই বিজ্ঞাপনগুলিকে অনেকেই যন্ত্রণা হিসেবে গণ্য করেন। অনলাইনে কোন পণ্য কেনার জন্য সার্চ করলে সাথে সাথে শুরু হয় এই বিজ্ঞাপনের বিড়ম্বনা।

গুগল অবশ্য দাবি করছে এই 'রিমাইন্ডার এড' লোকজনকে তাদের প্রয়োজনটা মনে করিয়ে দিতে সাহায্য করে। তবে তারপরও এসব বিজ্ঞাপন নিয়ন্ত্রণে ইন্টারনেট ব্যবহারকারীদের তারা আরও বেশি সুযোগ করে দিতে চায়।

গুগলের সার্ভিস ব্যবহার করে যেসব সাইট, তারা এখন কোন ব্যবহারকারীকে টার্গেট করে যে বিজ্ঞাপন পাঠাবে, সেগুলো চাইলেই 'মিউট' বা 'হাইড' করা যাবে।

তবে এ ধরণের বিজ্ঞাপন পুরো বন্ধ বা 'অপট আউট' করার কোন অপশনের কথা গুগল এখনো ভাবছে না।

যাদের গুগল একাউন্ট আছে, তারা তাদের ড্যাশবোর্ডে দেখতে পাবেন কোন কোন কোম্পানি তাদের টার্গেট করে 'রিমাইন্ডার এড' পাঠাচ্ছে।

English summary
Google will get rid of the way of advertising.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X