For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-মার্কিন সুসম্পর্কে ভয়ের কারণ নেই চীনের : বারাক ওবামা

Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ২ ফেব্রুয়ারি : তাঁর ভারত সফর নিয়ে চীনের প্রতিক্রিয়ায় অবার মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামা। আর তাই নিউ দিল্লি এবং ওয়াশিংটনের ভাল সম্পর্কের জন্য বেজিংয়ের ভয় পাওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করলেন বারাক ওবামা।

টিভির একটি অনুষ্ঠানে ওবামা বলেন, "আমি অবাক হয়েছিলাম যখন শুনেছিলাম চীন এই প্রতিক্রিয়া দিয়েছে। চীনের আশঙ্কিত হওয়ার কারণ নেই যেহেতু ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক গড়ে উঠেছে তাই।"

ভারত-মার্কিন সুসম্পর্কে ভয়ের কারণ নেই চীনের : বারাক ওবামা

ওবামা আরও বলেন, "আমি বিশ্বাস করি এই মুহূর্তটি ইতিহাস তৈরি করতে পারে। জয়ের ফর্মুলা তৈরি করার সুযোগ রয়েছে, যেখানে সব দেশে একই রীতিনীতি মানবে, আমাদের লক্ষ্য হবে আমাদের জণগণের জন্য সমৃদ্ধি তুলে ধরা, একসঙ্গে একে অপরের সঙ্গে কাজ করা, কিন্তু তার দাম যেন অন্য কাউকে চোকাতে না হয়। নরেন্দ্র মোদীর সঙ্গে আমার আলোচনার এই ছিল সারমর্ম।"

চীনের শান্তিপূর্ণ উত্থান চায় আমেরিকা, এবিষয়ে বারবার জোর দিয়েছেন ওবামা। তিনি বলেন, "আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অস্থিতিশীল এবং দরিদ্র ভগ্ন চীন। চীন যদি ভাল থাকে তা আমাদের পক্ষে অনেক স্বস্তির।"

একইসঙ্গে ওবামা চীনকে এও মনে করিয়ে দেন, "আমার সময়সীমা শুরু হওয়ার প্রথম থেকেই যে বিষয়টা আমি বলছি তা হল, চীনের উন্নতির কারণে অন্য কাউকে যেন তার মূল্য দিতে না হয়। ভিয়েতনাম বা ফিলিপিনসৃ-এর মতো ছোট দেশগুলিকে যেন এ খেসারত দিতে না হয়। আন্তর্জাতিক চুক্তির সাহায্যে শান্তিপূর্ণভাবে সব সমস্যার সমাধান করতে হবে।নিজের ব্যবসায়ীর সুবিধার জন্য তাদের মুদ্রার নিজের স্বার্থে ব্যবহার করা উচিত না।"

শুধু তাই নয় ওবামা বলেন, "কখনও আমরা দেখি চীনের থেকে ভাল সাড়া মিলছে, কখনও আবাপ খুবই কম। আমি চীনের উন্নতি নিয়ে মন থেকে চিন্তা করি। আমি চাই আমাদের দুদেশের মধ্যে গঠনমূলক সম্পর্ক বজায় থাকুক।"

ভারতের সঙ্গে মার্কিন সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে ওবামা বলেন, "এতে কোনও দ্বিধা নেই যে ভারতে এমন কিছু দিক রয়েছে যা তাদের আমেরিকার কাছাকাছি এনেছে। আর তা হল গণতন্ত্র, মান ও আকাঙ্খার প্রতিফলন, যা চীন করতে পারেনি।"

English summary
Good US-India relations no threat to China: Obama
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X