For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'ভালো দেশ' এর তালিকায় ভারত ৭০ নম্বরে, সবার সেরা সুইডেন

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ জুন : 'ভালো দেশের সূচক'-এ বিশ্বের ৭০ নম্বরে নাম উঠল ভারতবর্ষের। গতবারে প্রথম স্থানে থাকা আয়ারল্যান্ডকে টপকে এবার সেরা ভালো দেশের তকমা পেল সুইডেন।

২০২২ সালেই ভারত হবে 'পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ'

২০৫০ সালে বিশ্বের তৃতীয় বৃহত্তম জনসংখ্যা হবে হিন্দুদের, ভারতে সবচেয়ে বেশি মুসলমান থাকবে

মোট ১৬৩টি দেশকে ধরে প্রতিবারের মতোই এই সমীক্ষা চালানো হয়েছিল। সেইমতো 'ভালো দেশ ২০১৫'-তে ভারতের স্থান হয়েছে ৭০ নম্বরে। বিশ্ব জুড়ে যে দেশে মানবতার পাশাপাশি নানা ক্ষেত্রে ভালোর জন্য অবদান রাখতে পারবে তার হিসাব মতো এই তালিকা তৈরি হয়। বিভিন্ন দেশ ও তার কর্মকাণ্ডের পাশাপাশি দেশের আকার ও অর্থনীতির ব্যাপ্তি অনুযায়ী এই বিচার হয়।

'ভালো দেশ' এর তালিকায় ভারত ৭০ নম্বরে, সবার সেরা সুইডেন

এক্ষেত্রে রাষ্ট্রসংঘের ও বিশ্ব ব্যাঙ্কের ৩৫টি ভিন্ন সূচককে মানা হয়। যেমন বিজ্ঞান, সংষ্কৃতি, শান্তি, নিরাপত্তা, আবহাওয়া, স্বাস্থ্য ও সমানাধিকার ইত্যাদি ক্ষেত্রে দেশগুলির অবদান বিচার করা হয়।

ধর্ষণে শীর্ষ স্থানাধিকারী ১০ টি দেশের তালিকা

আধুনিক ভারতে এখনও ক্রীতদাস প্রথায় বাধ্য ১ কোটি ৮০ লক্ষ মানুষ

সেইমতো এবারের সেরা দশটি দেশ হল যথাক্রমে সুইডেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, ইংল্যান্ড, জার্মানি, ফিনল্যান্ড, কানাডা, ফ্রান্স, অস্ট্রিয়া ও নিউজিল্যান্ড। এর পাশাপাশি ভালো দেশের তালিকায় সবচেয়ে নিচে স্থান পেয়েছে লিবিয়া। আর গতবারের বিজয়ী আয়ারল্যান্ডের স্থান হয়েছে ১১ নম্বরে।

English summary
'Good Country' index, India ranks 70th, Sweden first
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X