For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দানবীয় গ্রহাণু 'গড অফ ক্যাওস' ধেয়ে আসছে পৃথিবীর দিকে! কোন মহাজাগতিক কাণ্ড ঘটছে

ধেয়ে আসছে মহাদানবীয় গ্রহাণু 'গড অফ ক্যাওস'। মহাকাশের নানা অজানা মহাজাগতিক ঘটনার মধ্যে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই বৈজ্ঞানিক মহলে শুরু হয়ে গিয়েছে শোরগোল।

  • |
Google Oneindia Bengali News

ধেয়ে আসছে মহাদানবীয় গ্রহাণু 'গড অফ ক্যাওস'। মহাকাশের নানা অজানা মহাজাগতিক ঘটনার মধ্যে এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই বৈজ্ঞানিক মহলে শুরু হয়ে গিয়েছে শোরগোল। প্রতিঘণ্টায় ২৫০০০ মাইল গতি নিয়ে তীব্র বেগে আপাতত পৃথিবীর দিকে তাক করে এগিয়ে আসছে এই রহস্যময় গ্রহাাণু। কেন এই গ্রহাণুকে নিয়ে আশঙ্কা, কৌতূহল বাড়ছে দেখে নেওয়া যাক।

আইফেল টাওয়ারের থেকেও বড় গ্রহাণু

আইফেল টাওয়ারের থেকেও বড় গ্রহাণু

যে গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়ার আশঙ্কার মগ্ন একটি মহল, সেই গ্রহাণুর ওজন ২৭ বিলিয়ন কেজি। যার আকার আইফেল টাওয়ারের থেকেও বেশি। চওড়ায় ৩৭০ মিটারের এই গ্রহাণুকে নিয়ে আপাতত চুল চেরা বিশ্লেষণে মহাকাশ বিজ্ঞানীরা।

কী ঘটে যাবে যদি এই গ্রহাণু আছড়ে পড়ে তো?

কী ঘটে যাবে যদি এই গ্রহাণু আছড়ে পড়ে তো?

পৃথিবীর বুকে এই গ্রহাণু আছড়ে পড়লে একটি নিউক্লিয়ার বম্বের থেকে ৬৫০০০গুণ বেশি প্রভাব ফেলবে। মুহূর্তে শেষ হয়ে যেতে পারে গোটা বিশ্ব। জানা গিয়েছে, মহাকাশে যেখানে আবহাওয়া ও সংযোগ সংক্রান্ত স্যাটেলাইটগুলি রয়েছে সেই কক্ষপথ দিয়ে যাবে এই দানবীয় গ্রহাণু।

কবে আছড়ে পড়ার আশঙ্কা

কবে আছড়ে পড়ার আশঙ্কা

প্রতি ১০ বছরে এই গ্রহাণু ১৯০০০ মাইল পার হচ্ছে। বৈজ্ঞানিকদের আশঙ্কা এই গ্রহাণু পৃথিবীপৃষ্ঠের কাছাকছি ২০২৯ সালে আসতে চলেছে। তবে সেই সময় কী ঘটতে পারে, তা নিয়ে বিস্তর গবেষণায় ব্যস্ত বিভিন্ন মহাকাশবিজ্ঞান গবেষণা সংক্রান্ত কেন্দ্র।

English summary
God Of chaos Gigantic astroid Moving towards Earth .“Many scientists are keeping a close eye on the asteroid Apophis, which in 10 years will pass just 19,000 miles from Earth - basically skimming the surface in cosmological terms. To put in perspective just how close it will be, consider the fact Apophis will pass between weather satellites and the Earth,” educational YouTube channel Second Thought explained in a video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X