For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অন্ধকারেও জ্বলবে এই কয়েন, শীঘ্রই আসছে বাজারে

সার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে কানাডা সরকার নতুন ২ ডলারের কয়েন বের করেছে। এই কয়েনের বৈশিষ্ট্য হল এটি অন্ধকারেও জ্বলজ্বল করে।

  • |
Google Oneindia Bengali News

দেশের সার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে নয়া ভাবনা কানাডা সরকারের। উৎসবকে স্মরণীয় করতে রাখতে নতুন ২ ডলারের কয়েন বের করা হয়েছে। একদিকে সেই কয়েনে রয়েছে রানির ছবি ও অন্যদিকে জঙ্গলের মধ্যে শান্ত লেকে নৌকা ভেসে বেড়ানোর ছবি।

তবে এই কয়েনের বৈশিষ্ট্য হল এটি অন্ধকারেও জ্বলজ্বল করে। কানাডার সার্ধশততম জন্মদিবস উপলক্ষ্যে এমন কয়েন বের করা হয়েছে। এটি ডিজাইন করেছেন টিমোথি সিয়া। তিনি পেশায় চিকিৎসক। কয়েনে নর্দার্ন লাইটস-এর ছোঁয়াচ রয়েছে। সেটাকে মূলত মাথায় রেখেই কয়েনের নকশা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

অন্ধকারেও জ্বলবে এই কয়েন, শীঘ্রই আসছে বাজারে

এই কয়েন শুধু কানাডায় নয় বিশ্বের মোট ৭৫টি দেশে চালানো যাবে বলে জানানো হয়েছে। এটাই প্রথম নয় এর আগে ২০১২ সালেও অন্ধকারে চকচক করে এমন কয়েন তৈরি করেছিল কানাডা। তারপর এবার ফের একবার দেশের জন্মবার্ষিকী উদযাপন করতে বিশেষ কয়েন বাজারে ছাড়া হল।

ভারতেও বিশেষ বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়াও ১০, ৫০, ১০০ ও ১ হাজার টাকার কয়েন বাজারে ছেড়েছে। ব্রিটিশ আমলে নানা ধরনের কয়েন থাকলেও স্বাধীনতার পরে ১৯৫০ সালে প্রথম কয়েন বাজারে ছাড়া হয়। ব্রিটিশ কয়েন বাজার থেকে সরিয়ে ফেলা হয়।

English summary
Glow in the Dark: The night will shine in the darkness, Canada is making coins
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X