For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যর্থ পাকিস্তান! ২৭ এর মধ্যে ২২ টি 'অ্যাকশন প্ল্যান'-এ ডাহা ফেল করে FATF-এর কোপে ইসলামাবাদ

ব্যর্থ পাকিস্তান! ২৭ এর মধ্যে ২২ টি 'অ্যাকশন প্ল্যান'-এ ডাহা ফেল করে FATF-এর কোপে ইসলামাবাদ

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক আর্থিক তছরুপ ও সন্ত্রাসবাদি মদত দেওয়ার ওপর কড়া নজর রাখে ফিনান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স । আর সেই ইস্যুতেই এবার কোণঠাসা পাকিস্তান। পাকিস্তানের তরফে সন্ত্রাসে মদত দেওয়া ইস্যুতে এবার ফিনান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স বা এফএটিএফ। সংগঠনের তরফে পাকিস্তানকে ২০২০ সালের ফেব্রুয়ারির মধ্যে সন্ত্রাসে আর্থিক মদত বন্ধের কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যর্থ পাকিস্তান! ২৭ এর মধ্যে ২২ টি অ্যাকশন প্ল্যান-এ ডাহা ফেল করে FATF-এর কোপে ইসলামাবাদ

এফএটিএফ এর রিপোর্টে সাফ বার্তায় বলা হয়েছে যে ২৭ টির মধ্যে ২২ টি অ্যাকশন প্ল্যানে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সন্ত্রাস নির্মূল ঘিরে এই ব্যর্থতা ইসলামাবাদের তরফে উঠে এসেছে। যার ফলে ইমরানের দেশকে কার্যত হুঁশিয়ারি দিয়েছে ফিনান্সিয়াল অ্যাকশান টাস্কফোর্স । FATF র জারি করা নোটিসে বলা হয়েছে, ২০২০ সালের মধ্যে বাধা বিঘ্ন এড়িয়ে সমূলে পাকিস্তানের মাটি থেকে সরিয়ে ফেলতে হবে সন্ত্রাসবাদ। FATF এর আগামী প্লেনারি সেশনের আগে এই কাজ করতে হবে। নয়তো FATF এর তরপে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে দাবি সংগঠনের।

প্রসঙ্গত, পাকিস্তান ছাড়াও ইরান ও উত্তর কোরিয়াও রয়েছে FATF এর কড়া নজরে। এই সমস্ত দেশগুলি সন্ত্রাসে মদত দিচ্ছে বলে দাবি করা হয়েছে FATF এর রিপোর্টে। উল্লেখ্য, FATF এর রিপোর্টের সাপেক্ষেই ইওরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আর্থিক ঋণ মঞ্জুরের বিষয়টি নির্ধারিত হয়। আর সাম্প্রতিক দেউলিয়া অবস্থায় পাকিস্তান এবার সেই ঋণ গ্রহণ ক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে পড়ল বলে দাবি ওয়াকিবহাল মহলের।

গুজরাত সীমান্তে চিনা সংস্থার হাতে প্রায় ৫৫ বর্গকিলোমিটার জমি তুলে দিল পাকিস্তানগুজরাত সীমান্তে চিনা সংস্থার হাতে প্রায় ৫৫ বর্গকিলোমিটার জমি তুলে দিল পাকিস্তান

English summary
Global watchdog FATF puts Pakistan on notice over Terror funding.It said that Pakistan has failed in complying with 22 out of 27 suggested action plans to curb terrorism. The global watchdog has now sent a strong warning to Islamabad.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X