For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অজান্তেই আপনার মাথায় ২৩ লক্ষ ২৮ হাজারের ঋণের বোঝা চেপেছে! জানেন কি?

Google Oneindia Bengali News

বিশ্বে ঋণের পরিমাণ রেকর্ড হারে বাড়তে চলেছে ২০১৯ সালে। চসতি বছরে ২৫৫ ট্রিলিয়ন ডলারে গিয়ে ঠেকতে চলেছে বিশ্ব জুড়ে ঋণের পরিমাণ। অর্থাৎ, বিশ্বের ৭.৭ বিলিয়ন মানুষের মাথা পিছু ঋণ হয়ে দাঁড়াবে ৩২ হাজার ৫০০ ডলারে। মোট ঋণের এই পরিমান বিশ্বের আর্থনৈতিক উৎপাদনের তিনগুণ বলে জানা গিয়েছে।

মোট ঋণের ৬০ শতাংশ আমেরিকা ও চিনে

মোট ঋণের ৬০ শতাংশ আমেরিকা ও চিনে

ঋণের হারে এই লাফ মূলত আমেরাকি ও চিনের কারণে হয়েছে বলে উঠে এসেছে একটি রিপোর্টে। মোট ঋণের পরিমাণের ৬০ শতাংশ এই দুই দেশের কারণে বলে জানাচ্ছে রিপোর্ট। শুধু সরকারি খাতেই ঋণের পরিমাণ ৭০ ট্রিলিয় ডলার বলে জানা গিয়েছে। তাছাড়াও কর্পোরেট ও বাজার খাতে রয়েছে বিপুল ঋণ। এই ঋণ বৃদ্ধির হারে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্বের অর্থনীতিবিদরা।

ঋণ পরিশোধের গতিতে হ্রাস

ঋণ পরিশোধের গতিতে হ্রাস

আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা তাদের প্রকাশিত রিপোর্টে বলে, "ঋণ পরিশোধের গতি ধীর হয়ে যাওয়ায় আমাদের অনুমান বিশ্বে মোট ঋণের পরিমাণ গিয়ে দাঁড়াবে ২৫৫ ট্রিলিয়ন ডলারে। সব খাতের থেকে এই বছর সরকারি খাতে ঋণের পরিমাণ সব থেকে বেশি দেখা গিয়েছে। গতবছরের তুলনায় ১.৫ শতাংশ হারে ঋণের পরিমাণ বেড়েছে সরকারি খাতে। এছাড়া সরকারি সংস্থাগুলির ঋণের পরিমাণও বিশাল।"

ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের তথ্যের ভিত্তিতে রিপোর্ট

ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ডের তথ্যের ভিত্তিতে রিপোর্ট

ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড ও ব্যাঙ্ক ফর ইন্টারন্যাশনাল সেটলমেন্টের তথ্যের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা। এদিকে বিশ্ব বাজারে বন্ড মার্কেটে মূল্য ২০০৯ সালে ছিল ৮৭ ট্রিলিয়ন ডলার। সেটি এই বছর বেড়ে দাঁড়িয়েছে ১১৫ ট্রিলিয়ন ডলারে। এই মুহূর্তে বাজারে সরকারি বন্ডের পরিমণ ৪৭ শতাংশ। ২০০০ সালে এই পরিমণ ছিল ৪০ শতাংশ। এদিকে ব্যাঙ্কিং খাতে ২০০৯ সালে বন্ডের বাজার ভাগ ছিল ৫০ শতাংশ। সেটি এবছর কমে ৪০ শতাংশে গিয়ে ঠেকেছে।

English summary
global debt touches record amount of 32,500 dollar per head
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X