For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতালিতে সরকার গঠনের দোরগোড়ায় জর্জা মেলোনি

  • By Bbc Bengali

ইতালির প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর জর্জা মেলোনি ও সিলভিও বার্লুসকোনি (বামে)
Reuters
ইতালির প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর জর্জা মেলোনি ও সিলভিও বার্লুসকোনি (বামে)

ইতালির অতি-ডানপন্থী নেত্রী জর্জা মেলোনি তার মিত্র দলগুলোকে নিয়ে সেদেশের প্রেসিডেন্ট সেরজিও মাতারেলার সাথে দেখা করেছেন এবং বলছেন, তারা যত দ্রুত সম্ভব সরকার গঠনের জন্য প্রস্তুত।

মনে করা হচ্ছে যে প্রেসিডেন্ট মাতারেলা খুব শিগগীরই মিজ মেলোনিকে প্রধানমন্ত্রী হতে আহ্বান জানাবেন।

মিজ মেলোনির দল ব্রাদার্স অব ইতালি গত মাসে ইতালির নির্বাচনে সর্বাধিক প্রায় এক-চতুর্থাংশ ভোট পায়। এ দলটির প্রতিষ্ঠার সাথে ফ্যাসিস্টদের যোগসূত্র রয়েছে।

মিজ মেলোনি জোট বেঁধেছেন মাত্তিও সালভিনির অতি-ডানপন্থী লীগ দল, এবং সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির ফর্জা ইতালিয়ার সাথে।

ইতালির প্রেসিডেন্টের সাথে মিজ মেলোনির ১১ মিনিটব্যাপি বৈঠকের সময় মি. বার্লুসকোনি এবং মি. সালভিনিও উপস্থিত ছিলেন। অবশ্য সম্প্রতি মি. বার্লুসকোনির কিছু মন্তব্যে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে তার ঘনিষ্ঠতার কথা প্রকাশ পাবার পর জোটের ঐক্যে একটা ধাক্কা লেগেছিল।

জর্জা মেলোনি অবশ্য ইতালির পশ্চিমা মিত্রদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন ইউক্রেন প্রশ্নে তার অবস্থানের কোন পরিবর্তন হবে না।

বিবিসি বাংলায় আরো খবর:

ইউরোপে কেন অতি-ডানপন্থী দলগুলোর উত্থান ঘটছে?

ইতালির নির্বাচনে কট্টর ডানপন্থীদের নিয়ে কেন এত শংকা

জর্জা মেলোনির বিজয়ে ইতালিতে বাসরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ

রোমে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জর্জা মেলোনি ও তার জোটের শরিক অন্য দলগুলোর নেতারা
ETTORE FERRARI/EPA-EFE
রোমে প্রেসিডেন্ট প্রাসাদের বাইরে জর্জা মেলোনি ও তার জোটের শরিক অন্য দলগুলোর নেতারা

হয়তো এ সপ্তাহ শেষেই মিজ মেলোনি প্রধানমন্ত্রী পদে শপথ নিতে পারেন।

সেটা ঘটলে তিনিই হবেন ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির প্রথম অতিডানপন্থী নেতা।

সম্প্রতি ফাঁস হওয়া একটি টেপে মি. বার্লুসকোনিকে বলতে শোনা যায় যে তার জন্মদিনে রুশ প্রেসিডেন্ট পুতিন ২৯ বোতল ভদকা পাঠিয়েছিলেন। আরেকটি টেপে শোনা যায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট এবং পশ্চিমা দেশগুলোকে ক্রেমলিনের ইউক্রেনে অভিযান চালানোর জন্য দায়ী করছেন।

লীগ দলের নেতা মাত্তিও সালভিনিকেও অনেক দিন ধরেই ভ্লাদিমির পুতিনের একজন অনুরাগী হিসেবে দেখা হয়।

এসব কারণে মিজ মেলোনির ওপর খানিকটা চাপ তৈরি হয়। তবে ইতালির পার্লমেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য তার এই দুই দলের সমর্থন প্রয়োজন।

মিজ মেলোনিকে রাজনৈতিকভাবে একজন মধ্যপন্থী হিসেবে দেখা হলেও তার দল ব্রাদার্স অব ইতালির জন্মের সাথে দেশটির দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তীকালের নব্য ফ্যাসিস্ট আন্দোলনের যোগসূত্র আছে।

বিবিসি বাংলায় আজকের আরো খবর:

ইমরান খানকে 'সরকারি পদের অযোগ্য' ঘোষণা

গোমাংস নিয়ে পরীক্ষায় প্রশ্ন, ভারতের বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

দুর্দান্ত রশীদ খান হবেন বিশ্বকাপে আফগানিস্তানের তুরুপের তাস?

English summary
Giorgia Meloni to form govt in Italy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X