ইতিহাস গড়লেন হাসিনা, বিএনপি-কে প্রায় সাফ করে ক্ষমতায় মহাজোট
International
oi-Debojyoti Chakraborty
By Oneindia Staff
|
বাংলাদেশে আজ একাদশতম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ৩০০টি আসন থাকলেও ভোট গ্রহণ হয়েছে ২৯৯টি আসনে। গাঁইবান্ধা-৩ আসনে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। মোট ভোটার ১০৪,১৯০,৪৮০ জন। এঁদের মধ্যে পুরুষ ভোটদাতার সংখ্যা ৫২,৫৪৭,৩২৯। মহিলা ভোটদাতার সংখ্যা ৫১, ৬৪৩,১৫১ জন। ভোটে মোট প্রার্থী হয়েছেন ১,৮৪৮ জন। পুরুষ প্রার্থী ১,৭৭৯ জন। মহিলা প্রার্থী ৬৯। ভোটে প্রার্থী দিয়েছে ৩৯টি রাজনৈতিক দল।
২২৭টি আসনে মুখোমুখি লড়াই হচ্ছে আওয়ামি লিগ ও বিএনপি-র। মহাজোটের শরিক আওয়ামি লিগ লড়াই করছে ২৬০টি আসনে। নৌকা প্রতীক চিহ্ন নিয়ে জোট শরিকদের নিয়ে আওয়ামি লিগ ২৭২টি আসনে লড়াই করছে। বাকি আসনে মহাজোটের শরিকরা নিজস্ব প্রতীক চিহ্নে লড়াই করছে। বিএনপি-র নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট ২৮৪টি আসনে লড়াই করছে। এরমধ্যে বিএনপি লড়ডছে ২৫৮টি আসনে।
Newest FirstOldest First
10:19 AM, 31 Dec
২৯৯ আসনের মধ্যে ২৮৮টি আসনেই জয়ী আওয়ামি লিগ জোট এবং বিএনপি জোট জয়ী মাত্র ৭টি আসনে, নির্দল প্রার্থীরা ৪টি আসনে জয়ী হয়েছে।
11:36 PM, 30 Dec
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ২০৪টি আসনে জয় পেয়ে ইতিহাস আওয়ামি লিগ জোটের।
11:29 PM, 30 Dec
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭টি আসনে জয় পেয়ে ইতিহাস আওয়ামি লিগ জোটের।
10:51 PM, 30 Dec
১৬২টি আসনে জয়ী মহাজোট, ঐক্যফ্রন্টের দখলে মাত্র ৪টি আসন।
10:30 PM, 30 Dec
ক্সন
ফরিদপুর-৪ আসনে নির্দল প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী নিক্সন সিংহ প্রতীক চিহ্নে জয়ী হয়েছেন, তিনি ১৪৫,০০০ ভোট পেয়েছেন।
10:17 PM, 30 Dec
মির্জা ফকরুল ইসলাম আলমগীর-এর আগে বগুড়া-৬(সদর) আসনটি বিএনপি প্রধান খালেদা জিয়ার ছিল।
10:16 PM, 30 Dec
বগুড়া-৬(সদর) আসনে দেড় লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী বিএনপি-র মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর।
কামাল হোসের অভিযোগ, রাত থেকেই বহু ফোন পেয়েছি, কোথাও কোথাও রাতেই ভোট হয়ে গিয়েছে বলে জানতে পেরেছি।
10:50 AM, 30 Dec
কামাল হোসেন আরও অভিযোগ করে জানান, ভোটগ্রহণ ঘিরে যা শুরু হয়েছে তা লজ্জানক ও দুঃখজনক, এটা বঙ্গবন্ধুর সঙ্গে বেইমানি করা।
11:02 AM, 30 Dec
একাদশতম জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, জানালেন আইজিপি তথা পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারি, তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও কেন্দ্রে পোলিং এজেন্ট বের করে দেওয়ার মতো অভিযোগ পুলিশের কাছে আসেনি, কেন্দ্রে পোলিং এজেন্টদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের বলেও জানিয়েছেন তিনি।
11:04 AM, 30 Dec
সিলেট নগরের বন্দরবাজার এলাকায় দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
11:05 AM, 30 Dec
'এবারের ভোটে আনন্দ আছে, ২০১৪ সালের কোনও প্রতিদ্বন্দ্বিতা না থাকায় আনন্দ ছিল না, এবার ২০০৮ সালের মতো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বলে আনন্দ লাগছে।', মন্তব্য বাংলাদেশের অর্থমন্ত্রীর।
11:08 AM, 30 Dec
চট্টগ্রামের বাঁশখালিতে পুলিশের সঙ্গে জামায়াত- বিএনপি-র সংঘর্ষে ১ জন নিহত।
আজ সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামি লিগ ও বিএনপি-র মধ্যে সংঘর্ষে ইউনিয়ন যুবলিগের সাধারণ সম্পাদক বাসেরউদ্দিন নামে বছর ৩৬-এর যুবকের মৃত্যু হয়েছে, এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন।
11:21 AM, 30 Dec
জাতীয় সংসদের একাদশতম নির্বাচনে এক-তৃতীয়াংশ আসনেই নতুন মুখ, আওয়ামি লিগে ৪৬ জন প্রার্থী নতুন, বিএনএপি জোটে-র ৫০ জনেরও বেশি প্রার্থী এবার প্রথম ভোটে দাঁড়িয়েছেন।
11:48 AM, 30 Dec
টাঙ্গাইলের গোপালপুরে রাতে নিখোঁজ বিএনপি নেতার লাশ মিলল সকালে, নেতার নাম হাজি আবদুল হাজিজ, বয়স ৬৫, নগদা শিমলা এলাকা থেকে আজ সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
11:50 AM, 30 Dec
বিএনপি-জামায়াত জোট-কে বিঁধলেন শেখ হাসিনার ছেলে তথা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তাঁর অভিযোগ, বাংলাদেশে একটা বিতর্কিত নির্বাচন করাতে উঠে পড়ে লেগেছে বিএনপি ও জামায়াত।
12:17 PM, 30 Dec
শেরপুর-১ সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়ঙ্কার অভিযোগ সেখানে পোলিং এজেন্টকে ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
12:19 PM, 30 Dec
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের ডাক জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের।
12:19 PM, 30 Dec
একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সাংবাদিক সম্মেলনের ডাক জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেনের।
12:20 PM, 30 Dec
স্থানীয় সময় দুপুর ১টায় ঢাকার আরামবাগে গণফোরামের কার্যালয়ে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
12:22 PM, 30 Dec
ব্রাহ্মণবেড়িয়া-৩(সদর ও বিজয়নগর) আসনের একটি কেন্দ্রে পরপর ককটেল বিস্ফোরণ, কেউ হতাহত না হলেও ভোটদাতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
12:46 PM, 30 Dec
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর)আসনের ২টি কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ স্থগিত, আওয়ামি লিগ ও বিএনপি-র মধ্যে সংঘর্ষের জেরে এই পরিস্থিতি।
1:30 PM, 30 Dec
'দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারাদেশে শান্তিপূর্ণ ভোট হচ্ছে।', জানালেন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা।
2:48 PM, 30 Dec
বাংলাদেশে নির্বাচনী হিংসায় ১০ জনের প্রাণ ঝরল, নিহতদের মধ্যে বিএনপি-র কর্মী ও সমর্থক যেমন আছে তেমনি আছে আওয়ামী লিগের কর্মী ও সমর্থকরা, এছাড়াও আছে ইসলামী ছাত্রসেনার কর্মীও।
3:17 PM, 30 Dec
জালিয়াতি, ভোটে কারচুপি, পোলিং এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ ৮ প্রার্থী ভোট বয়কট করেছেন, এরমধ্যে ৭ জন ধানের শীষে-র প্রতীকে প্রার্থী হয়েছিলেন।
5:42 PM, 30 Dec
At least 10 people, including a law enforcement official, lost their lives in poll-related violence in Bangladesh
Bangladesh is casting vote for general Election in 299 seats. Vote counting will be start after the end of the casting vote. Click here to get the live update of the Bangladesh Election 2018.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more