For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

G20 Live: বুয়েনোস আইরেস-এ বিশ্বের রাষ্ট্রনায়করা, সৌদি রাজপুত্রের সঙ্গে বৈঠক মোদীর

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে জি২০ সম্মেলন। বিশ্বের তাবড়-তাবড় নেতারা এই মুহূর্তে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরে।

Google Oneindia Bengali News

আজ থেকে শুরু হয়ে যাচ্ছে জি২০ সম্মেলন। বিশ্বের তাবড়-তাবড় নেতারা এই মুহূর্তে আর্জেন্টিনার বুয়েনোস আইরেস শহরে। বিশ্বের শক্তিশালী সব রাষ্ট্রের নেতাদের এই সম্মেলনে এখন নজর সকলের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও পৌঁছে গিয়েছেন বুয়েনোস এয়ারেস-এ।

জি২০-র ১০ বছর পূর্তিতে আশাবাদী মোদী

দিল্লি থেকে আর্জেন্টিনার উদ্দেশে বিমানে ওঠার আগে প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন তাতে তিনি জানিয়েছেন, ভারতের মতো উন্নয়নশীল দেশ এবং বিকাশশীল অর্থনীতির মতো দেশের কাছে এই সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বিশ্বের উন্নতি সাধনের লক্ষে সমস্ত দেশের ঐক্যবদ্ধ হওয়াটা যে জরুরি তা তিনি এই সম্মেলনে তুলে ধরবেন বলেও বিবৃতিতে জানিয়েছেন।

Newest First Oldest First
12:46 PM, 30 Nov

পাইপের সঙ্গে এভাবেই বেঁধে রাখা হয়েছে ট্রাম্পের বেবি বাম্পওয়ালা এই বেলুন।
12:45 PM, 30 Nov

অনেকে আবার ব্যাঙ্গ করে এই ছবি পোস্টও করেছেন টুইটারে।
12:44 PM, 30 Nov

জি২০ সম্মেলনের বাইরে এভাবেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে বুয়েনোস আইরেস-এ।
12:40 PM, 30 Nov

বুয়েনোস আইরেস বিমানবন্দরে নরেন্দ্র মোদী-কে ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস।
12:39 PM, 30 Nov

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সৌদি আরবের ক্রাউন প্রিন্সের মধ্যে হওয়া বৈঠকে দুই শক্তিশালী দেশের খুবই গুরুত্বপূর্ণ বৈঠক বলে ব্যাখ্যা করছে আরব দুনিয়া।
12:38 PM, 30 Nov

রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টেনিও গাটারের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10:33 AM, 30 Nov

এই সেই স্থান যেখানে জি২০ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
10:32 AM, 30 Nov

জি২০ সম্মেলনে যোগ দিতে বুয়েনোস আইরেস-এ ব্রাজিলের প্রেসিডেন্ট।
10:31 AM, 30 Nov

বুয়েনোস আইরেস বিমানবন্দরে চিনের প্রেসিডেন্ট জিন পিং।
10:31 AM, 30 Nov

বুয়েনোস আইরেস-এ পা রাখলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মে।
9:29 AM, 30 Nov

এই প্রথম আর্জেন্টিনা জি২০ সম্মেলন-এর আয়োজন করছে, ইতিমধ্যে এই সম্মেলনকে ঘিরে বুয়েনোস আইরেস-এ আছড়ে পড়েছে বিক্ষোভের ঢেউ।
9:28 AM, 30 Nov

জি২০ সম্মেলনে যোগ দিতে স্পেনের প্রাইমমিনিস্টার আর্জেন্টিনার বুয়েনোস আইরেস-এ।
9:27 AM, 30 Nov

আর্জেন্টিনায় পৌঁছলেন জাপানের প্রাইমমিনিস্টার শিনজো আবে।
9:25 AM, 30 Nov

জি২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনা পৌঁছলেন অস্ট্রেলিয়ার প্রাইমমিনিস্টার।
9:20 AM, 30 Nov

সৌদির সাংবাদিক জামাল খাসোগ্গি-র হত্যার বিষয়টি-তে যে ভাবে আন্তর্জাতিক চক্রান্তের কথা সামনে এসেছে এবং এই ঘটনায় সৌদির আরবের রাজপুত্রের জড়িত থাকা নিয়ে একটা চাপা উত্তাপ রয়েছে। জি২০ সম্মেলনে এর আঁচ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
9:09 AM, 30 Nov

জি২০ সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যে বুয়েনোস আইরেস-এ পৌঁছে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সৌদির ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন।
9:08 AM, 30 Nov

বিদেশ মন্ত্রক-এর জারি করা বিবৃতিতে জানানো হয়েছে যে জি২০ সম্মেলনের ফাঁকে চিনের প্রেসিডেন্ট জিন পিং এবং জার্মান চ্যান্সেলর অ্য়াঞ্জেলা মর্কেলের সঙ্গে বৈঠক করবেন।

English summary
Live update of G20 Summit in Argentina is starting today. Narendra Modi stated his departure statement that he is looking forward in this meet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X