For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কফিনে শায়িত মনিবের দেহ,সেখানেই পড়ে রয়েছে 'সালি',প্রভুভক্তের এমন কাহিনি চোখে জল আনবে

প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট এইচ ডাব্লুউ বুশের মৃত্যুতে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শোকজ্ঞাপনের জন্য সিনিয়র বুশের মরদেহ হস্টনে শায়িত ছিল রবিবার।

  • |
Google Oneindia Bengali News

প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট এইচ ডাব্লু বুশের মৃত্যুতে এক সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। শোকজ্ঞাপনের জন্য সিনিয়র বুশের মরদেহ হস্টনে শায়িত ছিল রবিবার। আর সেখানেই এক আবেগঘন মুহূর্তে ফ্রেমবন্দি হল 'সালি'! প্রয়াত প্রেসিডেন্টের আদরের পোষ্য কুকুর সালি। সিনিয়র বুশের প্রয়াণে সালি যে কতটা শোকাহত তা আরও একবার প্রমাণ করছে সোশ্যাল মিডিয়ায় আসা এই নতুন ছবিটি।

কফিনে শায়িত মনিবের দেহ,সেখানেই পড়ে রয়েছে সালি,প্রভুভক্তের এমন কাহিনি চোখে জল আনবে

ক্যাসকেটে শায়িত প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট। জাতীয় পতাকায় ঢেকে রাষ্ট্রীয় সম্মানে রাখা হয়েছে তাঁর মরদেহ। আর ঠিক তার নিচেই চুপচাপ পড়ে রয়েছে 'সালি'। ছবি যেন বলে দিচ্ছে.. সালি আজও সেই একইরকমভাবে সেই পাহারাদারের ভূমিকাতেই রয়েছে.. আজও আগলে রয়েছে তাঁর মালিককে! ল্যাব্রাডর রিট্রিভার সালির সঙ্গে একাধিক বিরল মুহূর্তের ছবিতে বহুবার বন্দি হয়েছেন এইচ এইচ ডাব্লিউ বুশ।

২ বছর বয়সী সালি প্রায়ত প্রেসিডেন্টের 'সার্ভিস ডগ' হিসাবে পরিচিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের 'ভেট ডগ' সংস্থার দ্বারা সালিকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল সিনিয়র বুশের পোষ্য হিসাবে। সিনিয়র বুশের স্ত্রী বারবারা বুশের মৃত্যুর পর, এইচ এইচ ডাব্লিউ বুশ একা হয়ে পড়েন। সেই একাকিত্ব কাটাতে জুন মাস থেকে সিনিয়র বুশের সঙ্গী সালি। আর এখন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের প্রয়াণে সেই একাকিত্বের পাকচক্রেই পড়ে রইল ২ বছরের ছোট্ট সালি।

English summary
George H.W. Bush's Service Dog Stays By His Casket.Bush had a form of Parkinson's disease that caused slow movements and difficulty balancing, among other symptoms. He frequently used a wheelchair toward the end of his life, and Sully provided assistance with daily life.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X