অগ্নিগর্ভ আমেরিকা! জর্জ ফ্লয়েড মামলায় প্রতিবাদের ভয়াবহ রূপ ধরা পড়ল
কেবল মাত্র বর্ণ বিদ্বেষে ভর করে যে এভাবে মানব হত্যালীলা চলতে পারে, তা মেনে নিতে পারছেন না আমেরিকার বহু মানুষই। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের খুনের ঘটনার প্রতিবাদে এখনও উত্তাল আমেরিকা।

এদিন আকাশপথে তোলা একটি ছবিতে দেখা গিয়েছে, ফিলাদেলফিয়ায় এক প্রকাণ্ড জনগোষ্ঠী এককাট্টা হয়ে এই হত্যার প্রতিবাদে পথে নেমেছেন। এই ঘটনা মার্কিন নগরী ফিলাদেলফিয়ার। স্যান ফ্রান্সিসকোতেও একই রকমের পরিস্থিতি দেখা গিয়েছে। যেখানে গোল্ডেন গেট ব্রিজ কিছুটা সময়ের জন্য বন্ধ রয়েছে। আর এই বন্দ থাকার কারণ প্রচুর পরিমাণে প্রতিবাদী সেখানে হাজির হয়েছেন কৃষ্ণাঙ্গ হত্যার বিরুদ্ধে প্রতিবাদে নেমে।
প্রতিবাদের ভাষা হিসাবে তাঁরা হাঁটু ভর দিয়ে বসে ক্ষমা চাইছেন। কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধদের এমন রূপ আগে দেখেনি আমেরিকা। ক্রমেই বিধ্বংসী মেজাজে চলে যাচ্ছেন তাঁরা। উল্লেখ্য, গত রবিবার থেকে শুরু করে আজ অষ্টম দিন পর্যন্ত একইভাবে উত্তাল আমেরিকা।

চিন-ভারত উত্তেজনা প্রশমনে নয়া দিশা! সংঘাত প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক দিল বার্তা