For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসর নিচ্ছেন জেনারেল বাজওয়া, নতুন পাক সেনা প্রধান হচ্ছেন অসিম মুনির

Array

Google Oneindia Bengali News

পাকিস্তানের নতুন সেনা প্রধান হলেন অসিম মুনির। তাকে এই পদে বসালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। জেনারেল কামার জাভেদ বাজওয়া ২৯ নভেম্বর অবসর নেবেন। তার জায়গায় দলে আসবেন শেহবাজ শরিফ।

কী বলছে তথ্য মন্ত্রী?

কী বলছে তথ্য মন্ত্রী?

পাকিস্তানের তথ্য মন্ত্রী মারিয়াম ঔরঙ্গজেব ঘোষনা করেছেন নতুন আর্মি প্রধানের চিফের কথা। টুইটারে তিনি এই কথা বলেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল মুনিরের সেনা প্রধান পদে নিয়োগ ছাড়াও লেফটেন্যান্ট জেনারেল শাহির সামসদ মিরজাকে স্টাফ কমিটির জয়েন্ট চিফের চেয়ার পার্সন পদে নিয়োগ করেছেন।

 সিওএএস হলেন সবকিছুর প্রধান

সিওএএস হলেন সবকিছুর প্রধান

স্টাফ কমিটির জয়েন্ট চিফের চেয়ার পার্সন হল সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ পদ তবে সিওএএস হলেন সবকিছুর প্রধান। তিনি সেনা কোথায় যাবে, নিয়োগ, ট্রান্সফার সব দিক দেখেন। এটা বলে দেয় যে তিনি হলেন সেনায় সর্বোচ্চ ক্ষমতা প্রাপ্ত ব্যক্তি।

পাকিস্তানের আর্মির ক্ষমতা

পাকিস্তানের আর্মির ক্ষমতা

পাকিস্তানের আর্মির ক্ষমতা বিপুল। তাঁরাই তো দেশকে গত ৭৫ বছরের বেশি সময় ধরে নিয়ন্ত্রণ করছে। সেনা অভ্যুত্থান হলে সে দেশে সরকার বদলে যায়। প্রত্যেকবার তাই হয়েছে। পাক সেনার ক্ষমতা দেশের অভ্যন্তরে এতটাই।

আসলে জেনারেল বাজওয়ার আসলে অবসর গ্রহন করার কথা ছিল ২০১৯ সালে। তিনি অবসর গ্রহনের মাস খানেক আগে তার পদে আবার বহাল করে দেন। তার এই অবসরের সময় সীমা আরও তিন বছরের জন্য স্থগিত করে দেন। এবার সেই সময়ে পেরিয়ে গিয়েছে। এবার তিনি এই পদ থেকে অবসর নিচ্ছেন।

সূত্রের খবর বলছে যে জেনারেল বাজয়ার পদে থাকার সময় সীমা আবার বাড়তে পারত। কিন্তু আইএসপিআর বলছে যে এসব ভুল কথা তার পদ ফের বাড়ানোর কথা ছিল না। এবার তার অবসর নেওয়ার কথাই ছিল। সেটাই হচ্ছে।

নতুন পাক সেনা প্রধানের নিয়োগ এমন সময়ে হল যখন দেশ জুড়ে ব্যাপক রাজনৈতিক সমস্যা চলছে। অনেকে মনে করেন যে ইমরানের লং মার্চের সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে।

 কী বলছেন ইমরান?

কী বলছেন ইমরান?


ইমরান খান তার সমর্থকদের বলেছেন যে জেনারেল বাজওয়া পদ থেকে অবসর নেওয়ার দিন দুয়েক আহে ২৬ নভেম্বর রাওয়ালপিণ্ডিতে জমায়েত করতে। বিশেষজ্ঞরা মনে করছেন যে ইমরান খান যে লং মার্চ আয়োজন করছেন তা তিনি নতুন জেনারেলের নিয়োগকে প্রভাবিত করার জন্য করছেন। তবে ইমরান সেই কথা উড়িয়ে দিয়েছেন। ইমরান প্রধানমন্ত্রীর পদ থেকে নিজেই সরে চলে গিয়েছেন। সদ্য তাকে গুলি মারা হয়েছিল। এবার তিনি সেই পদে ফের ফিরে আসার চেষ্টা করেছেন।

ডিজিটাল মিডিয়া নিয়ে শীঘ্রই আইন আনছে সরকার, জানাল কেন্দ্র ডিজিটাল মিডিয়া নিয়ে শীঘ্রই আইন আনছে সরকার, জানাল কেন্দ্র

English summary
pakistan army head changed
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X