For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইজরায়েলের এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে গেল হামাস নেতার বাসভবন, রণহুঙ্কার নেতানইয়াহুর

ইজরায়েলের এয়ারস্ট্রাইকে ধূলিস্যাৎ হামাস নেতার বাসভবন, রণহুঙ্কার নেতানইয়াহুর

Google Oneindia Bengali News

হামাসের তরফে ক্রমাগত মুহুর্মূহু রকেট বর্ষণ হয়ে গিয়েছে ইজরায়েলের বুকে। পাল্টা জবাবে একচুল পথ না ছেড়ে হামাসের নেতার বাড়ি ধূলিস্যাৎ করে দিয়েছে বেঞ্জামিন নেতাইয়াহুর দেশ ইজরায়েল। রবিবার ভোর রাতে পর পর এয়ারস্ট্রাইকে হামাস নেতার বাসভবন কার্যত গুঁড়িয়ে দেয় ইজরায়েল। এরপরই রণহুঙ্কারের সুর উঠে আসে নেতানইয়াহুর কণ্ঠে।

 নেতানইয়াহু যা জানিয়েছেন

নেতানইয়াহু যা জানিয়েছেন

এদিন এমন ঘটনার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বলেন, 'এখনই শেষ নয়। অপারেশন চলবে। এর শেষ দেখে ছাড়ব।' সাফ বার্তায় তিনি জানিয়ে দেন যে , এই ঘটনার সূত্রপাত তাঁর দেশ শুরু করেনি। এই সংঘাতের ঘটনায় যাঁরা হামলা প্রথমে চালিয়েছে, তাঁরাই দোষী। একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন বহু হামাস জঙ্গিকে তাঁর দেশ ইতিমধ্যেই নিকেশ করেছে। ধ্বংস করা হয়েছে বহু গোপন সুড়ঙ্গ।

 হামলা মিডিয়া হাউসে!

হামলা মিডিয়া হাউসে!

রবিবার ভোর রাতে ইজরায়েলের তরফে যে হামলা চালানো হয়, তাতে আক্রমণের নিশানায় ছিল সংবাদসংস্থা এপি-র ব্যুরো অফিস। এক বিল্ডিং এ এপির অফিস ছিল গত ১৫ বছর ধরে। সেটিকে লক্ষ্য করে ইজরায়েল এয়ারস্ট্রাইক তাক করে খবর। পরবর্তীকালে জানা যায় সেই বিল্ডিংয়ে হামাসের একটি ঘাঁটি ছিল। যদিও এপি জানিয়েছে, তারা জানতেই না যে মিডিয়া হাউসের অফিসের পাশাপাশি ও বিল্ডিংয়ে উগ্রবাদী সংগঠনেরও দফতর ছিল ।

প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটে আছড়ে পড়ল গোয়ায়, তাণ্ডবে লন্ডভন্ড পশ্চিম উপকূলপ্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় তাউকটে আছড়ে পড়ল গোয়ায়, তাণ্ডবে লন্ডভন্ড পশ্চিম উপকূল

সংঘাতের সূত্রপাত

সংঘাতের সূত্রপাত

প্রসঙ্গত, এই সপ্তাহের সোমবার থেকেই গাজা ভূখণ্ড উত্তপ্ত। ইজরায়েল প্যালেস্টাইন যুদ্ধের সূত্রপাত সোমবার। যেদিন হামাস জঙ্গিরা পর পর রকেট বর্ষণ করে যায় ইজরায়েলকে তাক করে। ছেড়ে কথা বলেনি ইজরায়েল। এদিকে, ঘটনার জেরে বহু প্রাণহানি হয়েছে। ৩০০ র বেশি মানুষ আহত হয়েছেন। যার মধ্যে বেশির ভাগই শিশু। প্রসঙ্গত, পূর্ব জেরুজালেমে কিছু প্যালেস্টাইন পরিবারকে এলাকা ছাড়ার ঘটনা নিয়ে চলছে মামলা। আদালতে এই মামলার জেরে ইজরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে উত্তেজনার চোরা স্রোত চলছিলই। তারপরই এই সংঘাতের ছবি উঠে আসতে থাকে।

English summary
Gaza issue gets big as Israeli PM Netanyahu says Airstrike will continues
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X