For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিরপুর-আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

বাংলাদেশের ঢাকায় গত কয়েকদিনের আজও গার্মেন্টস শ্রমিকরা কয়েকটি স্থানে বিক্ষোভ করছে, যার জের ধরে কয়েকটি জায়গায় যান চলাচল বন্ধ বা থমকে গেছে।

  • By Bbc Bengali

ঢাকায় আজও গার্মেন্টস শ্রমিকরা কয়েকটি স্থানে বিক্ষোভ করছে যার জের ধরে কয়েকটি জায়গায় যান চলাচল বন্ধ বা থমকে গেছে।

সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আশপাশের এলাকাগুলোতে তৈরি হয়েছে তীব্র যানজটের।

ঢাকার মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়, শেওড়াপাড়া ও ভাষানটেক এলাকায় গার্মেন্টস শ্রমিকদের এ বিক্ষোভের খবর পাওয়া গেছে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি সমস্যার সমাধান হচ্ছে না কেন

সৌদি অবরোধ সত্ত্বেও কাতারের অর্থনীতি টিকে থাকার রহস্য

বাংলাদেশে মি-টু? মডেল প্রিয়তির অভিযোগে ফেসবুকে আলোড়ন

দুপুর বারোটা নাগাদ টেকনিক্যাল মোড়ে গাড়ী চলাচল প্রায় বন্ধ দেখা গেছে এবং এর ফলে আশপাশের এলাকাগুলোতে প্রচণ্ড যানজট তৈরি হয়েছে।

এ সময় শত শত শ্রমিক টেকনিক্যাল মোড়ে অবস্থান করছিলো।

পুলিশ জানিয়েছে সকাল দশটার দিকে সেখানে কয়েকটি গাড়ী ভাংচুরের ঘটনা ঘটেছে।

আশুলিয়ায়ও কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভে অংশ নিচ্ছে ও তারা কয়েক দফায় সড়ক অবরোধ করেছে।

শ্রমিকদের দাবি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের জন্য পর্যালোচনা কমিটি করেছে সরকার
Getty Images
শ্রমিকদের দাবি নিয়ে সৃষ্ট সংকট নিরসনের জন্য পর্যালোচনা কমিটি করেছে সরকার

পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে এবং বিজিবিও মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায়।

প্রসঙ্গত ন্যূনতম মজুরি, বেতন কাঠামোতে গড়মিলের অবসান ও বকেয়া বেতন ভাতার দাবিতে গত কয়েকদিন ধরেই গার্মেন্টস শ্রমিকরা এ ধরনের প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে।

শ্রমিক বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার শ্রম মন্ত্রণালয়ে সরকার, মালিক পক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোর নেতাদের বৈঠক হয়েছে।

সরকার সব পক্ষকে নিয়ে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেয়া হয়েছে।

English summary
Garment workers protest in Mirpur-Ashulia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X