For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

G7 Summit:কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির পর মোদী-ট্রাম্প হাইভোল্টেজ বৈঠক আজ! তুঙ্গে কূটনৈতিক পারদ

মোদী-ট্রাম্প হাইভোল্টেজ বৈঠক আজ!

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীর ইস্যুতে তিনি বারবার চেয়েছিলেন মধ্যস্থতা করতে। আর তা নিয়ে ববুবার মার্কিন মুলুক থেকে বার্তা উড়ে আসে এশিয়ায়। যদিও তাতে বিন্দুমাত্র আমল না দিয়ে ,ট্রাম্পের প্রস্তাব ঘুরিয়ে প্রত্যাখ্যানই করেছে ভারত। সেই পর্বের প্রেক্ষাপটে জি সামিটের ফাঁকে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাইভোল্টেজ বৈঠকে বসতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কোন ইস্যু প্রাধান্য পাবে?

কোন ইস্যু প্রাধান্য পাবে?

মোদী ট্রাম্প বৈঠকে অবশ্যই বেশি প্রাধান্য পেতে চলেছে কাশ্মীর ইস্যু। ভূস্বর্গ থেকে ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকে রীতিমতো তলানিতে ঠেকেছে ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক। এমন এক পরিস্থিতিতে .বার বার মার্কিন দরজায় কড়া নেড়েছেন ইমরান। তবে তাতে লাভের লাভ হয়নি। এবার দেখার মোদী ট্রাম্প বৈঠকে কাশ্মীর কতটা গুরুত্ব পায়!

মার্কিন -ভারত সম্পর্ক

মার্কিন -ভারত সম্পর্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়েও এদিন দুই দেশের মধ্যে আলোচনা হবে বলে জনা গিয়েছে। মূলত খবর, দুই দেশের বাণিজ্য বিষয়কে প্রভাবিত না করেই দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হবে।

 সন্ত্রাসবাদ ও ভারত-মার্কিন সম্পর্ক

সন্ত্রাসবাদ ও ভারত-মার্কিন সম্পর্ক


শেষবার মার্কিন সফরে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেই জানিয়ে এসেছিলেন, একটা সময় পাকিস্তানেরর বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সম্পর্কে খবর মার্কিনীদের থেকে গোপন করেছিল ইসলামাবাদ। এমন এক ঘটনার পর সন্ত্রাসবাদ নিয়ে একাধিক মন্তব্য উঠে এসেছে ডোলান্ড ট্রাম্পের তরফে। আফগানিস্তানের সন্ত্রাস নির্মূলেও সেদেশ ভারতকে বার্তা দিয়েছে । পাশাপাশি, চিন যেভাবে পাকিস্তানকে মদত দিচ্ছে, সেই প্রেক্ষাপটে চিন-মার্কিন সম্পর্কের প্রেক্ষিতও এদিন গুরুত্ব পেতে চলেছে। এমন এক পরিস্থিতিতে এদিনের হাইভোল্টেজ বৈঠকে কী ঘটে সেদিকে তাকিয়ে গোটা এশিয়া।

English summary
G7 Summit Meeting update, Kashmir on agenda as PM Modi meets Trump after his mediation offer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X