G20:'সাম্প্রদায়িক সম্প্রীতি আর মানবিকতার প্রতি হুমকির নাম সন্ত্রাসবাদ' ,বিশ্বমঞ্চে বার্তা মোদীর
বিশ্ব আঙিনায় ফের একবার সন্ত্রাসবাদ ইস্যুতে সরব ভারত। জি ২০ সামিটের ফাঁকে 'ব্রিকস' ভূক্ত দেশগুলির এক বৈঠকে এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের একবার প্রসঙ্গ তোলেন সন্ত্রাসবাদের। একাধিক বার্তায় মোদী স্পষ্ট করে দিয়েছেন যে ভারত সন্ত্রাসবাদের প্রশ্ন এখনও 'জিরো টলারেন্স'-এ বদ্ধপরিকর। বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদ নিয়ে 'মোদী ২.০' -এর নয়া মন্ত্রিসভাও যে একই অবস্থানে অনড় তা এদিন স্পষ্ট করে দিয়েছন নরেন্দ্র মোদী।
|
৩ টি চ্যালেঞ্জ
এদিন ব্রিকসভূক্ত দেশগুলির মধ্যে এক আলোচনা সভায় ভারত জানায় বিশ্বের সামনে এই মুহূর্তে রয়েছে ৩ টি বড় চ্যালেঞ্জ। তারমধ্যে অন্যতম সন্ত্রাসবাদ। এই তিনটি চ্যালেঞ্জের মধ্যে একটি বিশ্বজুড়ে আর্থিক মন্দাবস্থা ও অনিশ্চয়তা বলে দাবি করেন মোদী। আরেকটি চ্যালেঞ্জ উন্নতি ও প্রযুক্তির সঙ্গে পরিবেশের ভারসাম্য। রক্ষা বলে আখ্যা দেন মোদী।
|
সন্ত্রাসবাদ নিয়ে মোদীর বার্তা
সন্ত্রাসবাদ নিয়ে বিশ্বমঞ্চে মোদীর বার্তা খুব স্পষ্ট ,এদিনের বক্তব্যে তিনি জানান, 'সন্ত্রাসবাদ মানবিকতার পক্ষে একটি বড় হুমকি। এতে শুধু নিরীহের প্রাণই যায় না। আর্থিক ও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রেও এটি নেতিবাচক প্রভাব ফেলে।সমস্ত রকমের সন্ত্রাসের মদন বন্ধ করতে হবে আমাদের। '
|
ব্রিকস ও সন্ত্রাসবাদ
বৈঠকে তখন হিন্দি ভাষণে একের পর এক বাণ নিক্ষেপ করে চলেছেন মোদী। আর তাঁর পিছনের সারিতে যে ভারতীয় কূটনীতিকদের প্রতিনিধি দল বসেছিল, তাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন জাতীয় উপদেষ্টা অজিত ডোভাল। এই ছবিই ২০১৯ জি ২০ সামিটে ভারতের গেমপ্ল্যানকে অনেকটা স্পষ্ট করে দিয়েছে।
[আরও পড়ুন:জাপানে মুখোমুখি মোদী-ট্রাম্প, যে ১০টি বিষয় উঠে এল জি-২০ সম্মেলন শুরুর আগে ]