For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

G20 সামিটে মোদীর সঙ্গে বৈঠকের আগে ভারতকে নিশানা করে ট্রাম্পের টুইট-বাণ! কোন তথ্য উঠে আসছে

আন্তর্জাতিক রাজনৈতিক মহলের নজর এই মুহূর্তে জাপানে। সেখানে অনুষ্ঠিত জি ২০ সামিটে বিশ্বের তাবড় নেতাদের বৈঠকের পাশাপাশি, সেখানে মুখোমুখি হতে চলেছেন মোদী-ট্রাম্প।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক রাজনৈতিক মহলের নজর এই মুহূর্তে জাপানে। সেখানে অনুষ্ঠিত জি ২০ সামিটে বিশ্বের তাবড় নেতাদের বৈঠকের পাশাপাশি, সেখানে মুখোমুখি হতে চলেছেন মোদী-ট্রাম্প। 'মোদী ২.০' মন্ত্রিসভা ক্ষমতায় আসার পর এই প্রথমবার ট্রাম্পের সঙ্গে মুখোমুখি হবেন মোদী। পাশাপাশি , মার্কিন পণ্য ভারতের শুল্ক ধার্য করার পরও এই প্রথম দেখা হবে দুই রাষ্ট্রনেতার। সবমিলিয়ে এই হাইভোল্টেজ বৈঠকের আগে আন্তর্জাতিক রাজনীতি বেশ সরগরম। বৈঠকের আগে দেখে নেওয়া যাক কোন কোন বিষয় উঠে আসছে এই সামিট ঘিরে।

সুর চড়ালেন ট্রাম্প

জাপানে আজ জি ২০ সামিটে মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বৈঠকের আগেই এবার ভারত নিয়ে রীতিমতো সুর চড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর দাবি ২৮টি মার্কিন পণ্যের উপর ভারত যে শুল্ক আরোপ করেছে তা ঠিক করেনি।

 বৈঠকে কোন কোন বিষয় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে!

বৈঠকে কোন কোন বিষয় প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে!

মনে করা হচ্ছে , জি ২০ সামিটে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোদীর বৈঠকে উঠে আসতে পারে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়গুলি। এদিকে, ভারতে মার্কিন সচিব মাইক পম্পেওর সফরের পর থেকে মোদী ট্রাম্প বৈঠক ঘিরে রীতিমতো জল্পনা উঠে আসছে। তবে মাইক পম্পেওর ' ভালো বন্ধুদের মধ্যে মতোরে অমিল থাকতে পারে' মন্তব্য ঘিরে জল্পনা আরও বেশি চড়েছে।

সন্ত্রাস ও আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স

সন্ত্রাস ও আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স


মনে করা হচ্ছে সন্ত্রাসবাদ নিয়েও মোদী -ট্রাম্প বৈঠকে বিশেষ গুরুত্ব আরোপিত হবে। এক্ষেত্রে দুই দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে আর্টিফিসিয়াল ইন্টালিজেন্স নিয়েও আলোচনা হবে বলে জানা যাচ্ছে।

জাপানের জি ২০

জাপানের জি ২০

উল্লেখ্য, জি ২০ সামিটে ভারত, মার্কিন ছাড়াও আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, রাশিয়া, সৌদি আরব, জার্মানি, সাউথ কোরিয়া সহ একাধিক দেশ অংশ নিচ্ছে। মোট ২০ টি দেশের এই সম্মেলনের দিকে তাকিয়ে গোটা আন্তর্জাতিক মহল।

English summary
G20 Summit,PM Modi to meet President Trump in Japan, here are key points.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X