For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আর ফ্রি নয়, টুইটারে ভেরিফায়েড অ্যাকাউন্ট হলেই খরচা করতে হবে গাঁটের কড়ি

Google Oneindia Bengali News

অনেক হয়েছে ফ্রি ফ্রি খেলা। এবার ফেলো কড়ি মাখো তেল। এই পদ্ধতিতে টুইটারকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন ইলন মাস্ক। তিনি বলে দিয়েছেন এখন থেকে যে সব অ্যাকাউন্ট ভেরিফায়েড বা ব্লু টিক পেয়ে গিয়েছে তারা আর ফ্রি'তে অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন না। প্রতি মাস গ্যাঁটের কড়ি খরচা করে চালাতে হবে অ্যাকাউন্ট।

কত দিতে হবে?

কত দিতে হবে?


যারা ব্লু টিক পেয়ে গিয়েছেন সেই সব ইউজারকে মাসিক ৮ ডলার করে দিতে হবে বলে জানা গিয়েছে। এবার যে দেশে অর্থের যা মূল্য তাকে তাই দিতে হবে। ভারতের ব্লু টিক যারা পেয়েছেন তাঁদের ৬৬০ টাকা করে প্রতি মাসে দিতে হবে বলে জানা যাচ্ছে। ইলন মাস্ক মঙ্গলবার রাতে এমনটা জানান।

তাঁর হাতে সদ্য টুইটারের মালিকানা গিয়েছে । তারপর থেকেই নানা ভাবে টুইটারে পরিবর্তন করার চেষ্টা করছেন তিনি। লক্ষ্য একটাই ব্যাবসা বৃদ্ধি। সেই ভাবনা থেকেই এই ব্লু টিক অ্যাকাউন্টে টাকা নেওয়ার ভাবনা এসেছে তা স্পষ্ট। এই সবের মাঝে এসেছে বিতর্কও। কখনও খবর মিলেছে টুইটারে ব্যাপক হারে ছাঁটাই হবে তো কখনও খবর মিলেছে ১২ ঘণ্টা করে কাজ করতে হবে কর্মীদের। এই বিষয় নিয়ে বিশ্ব জুড়ে নিন্দা হয়েওছিল।

 পরিবর্তিত সিদ্ধান্ত

পরিবর্তিত সিদ্ধান্ত

তবে এই যে আট ডলার নেওয়া হবে এটাও পরিবর্তিত সিদ্ধান্ত। প্রথমে একদম ২০ ডলার হাঁকিয়েছিলেন মাস্ক। ব্যাবহারকারীরা এর তীব্র প্রতিবাদ করেন। বলেন যে ২০ ডলার মানে ১৬৫০ টাকা! এত দাম দেওয়া যাবে না। শেষে দরাদরি করে ৮ডলারে রাজি হন ইউজাররা। এবং ধার্য করা হয় ওই আট ডলার এবার থেকে ভেরিফায়েড ইউজারদের প্রতি মাসে দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই অনুযায়ী দাঁড়াচ্ছে ৬৬২ টাকার কাছাকাছি।

বাড়বে আয়

বাড়বে আয়


টুইটার ব্লু লঞ্চ করা হয় ২০২১ সালে। একাধিক প্রিমিয়াম ফিচার আছে এই ব্লু টিকে। এতে টুইট এডিট করা যায়। একি চাইলে টুইট আনডু করতে পারবেন। ভারতে টুইটার অ্যাকাউন্ট রয়েছে ২৪ মিলিয়নেরও বেশি। আমেরিকার প্রায় ৭৭ মিলিয়ন টুইটার অ্যাকাউন্ট রয়েছে। ৫৪ মিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছেন জাপানে। এটা স্পষ্ট বলা যেতেই পারে এই যে এত এমন ব্লূ টিক যুক্ত অ্যাকাউন্ট আছে তাতে এই যে দাম পাবেন মাস্ক, তাতে টুইটারের আয় নিশ্চিন্তে বাড়বে।

 বাড়তি সুবিধা

বাড়তি সুবিধা

বেশ কিছু সুবিধাও পাবেন ব্যবহারকারীরা এই ফি দেওয়ার জন্য। অগ্রাধিকার পাবেন ইউজাররা যে কোনও বিষয় সার্চের ক্ষেত্রে। বড় ভিডিও এবং অডিও পোস্ট করতে আর সমস্যা হবে না।

English summary
elon musk takes decision on twitter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X