ফের উত্তাল বাংলাদেশ, মৃত আরও ২

বিএনপির সহসভাপতি হাফিজুদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিস
আগামী ৫ জানুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। সেই নির্বাচন বাতিল করতে হবে। গড়তে হবে নির্দলীয় ও নিরপেক্ষ সরকার। এই দাবীতেই রবিবার আন্দোলনের ডাক দেয় বিএনপি। বিরোধী দলের এই অভিযানে অনুমোদন নেই সরকারের। নিরাপত্তার কড়াকড়িতে কর্মসূচীতে যোগ দিতে বাধা দেওয়া হয় খালেদা জিয়াকে।
রবিবার বেলার দিকে ঢাকার বিভিন্ন অঞ্চলে শুরু হয় সংঘর্ষ। মালিবাগে পুলিসের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। সারা দিন দফায় দফায় রাজনৈতিক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে ঢাকার সুপ্রিম কোর্ট চত্বর। সংঘর্ষ থামাতে জল কামান ছোড়ে পুলিস। আজ ফের গণতন্ত্রের অভিযাত্রার ডাক দিয়েছে বিএনপি সহ আঠারো দলের জোট। বিএনপির তরফে জানানো হয়েছে নির্বাচন পর্যন্ত পথ,রেল ও নৌপথে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন তাঁরা। এদিন সন্ধেয় বিএনপির কর্মসূচি ঘোষণা করার পরেই ঢাকা প্রেস ক্লাব থেকে বিএনপির সহসভাপতি হাফিজুদ্দিন আহমেদকে গ্রেফতার করে পুলিস।