For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, আতঙ্কে সাধারণ মানুষ

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কাঠমাণ্ডু, ৪ মে : গতবছরের আতঙ্কের স্মৃতি জাগিয়ে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। এদিন নেপালের পশ্চিম অংশে মাঝারি মাপের কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। [নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা]

জানা গিয়েছে, নেপালের পশ্চিমে কাঠমান্ডু থেকে ৬০০ কিলোমিটার দূরে কালীকূট জেলায় এদিন ভোরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। [ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য, প্রকৃতির কাছে অসহায় মানুষ]

ফের ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল, আতঙ্কে সাধারণ মানুষ

এর আগে এই পশ্চিম নেপালেরই বাজহাং জেলায় গত ৩০ এপ্রিল রিখটার স্কেলে ৪.২ মাত্রার কম্পন অনুভূত হয়। তবে এদিন কালীকূটে যে কম্পন অনুভূত হয়েছে তা ভূমিকম্পের আফটার শক নয়। নতুন করেই কম্পন হয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। [চ্যুতি রেখার ঠিক উপরেই অবস্থান, ভবিষ্যতে ভয়াবহ ভূকম্পনের কবলে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হতে পারে কলকাতা]

প্রসঙ্গত, ২০১৫ সালের এপ্রিল মাসে ভয়াবহ ভূমিকম্পে প্রায় কয়েক হাজার মানুষের প্রাণ গিয়েছিল নেপালে। রাজধানী কাঠমাণ্ডুর কাছাকাছি কম্পনের উৎসস্থল হওয়ায় অনেক বেশি ক্ষয়ক্ষতি হয় হিমালয়ের দেশ নেপালের। [আগামী একমাস বজায় থাকবে নেপালে ভূমিকম্পের 'আফটার শক']

তারপর থেকে গত এক বছরে মোট ৪৫১ বার রিখটার স্কেলে ৪ বা তার বেশি মাত্রার কম্পন নেপালে অনুভূত হয়েছে। এদিনের কম্পনের পরে কি অবস্থা হয় সেটা ভেবেই আতঙ্কে আমজনতা।

English summary
Fresh Earthquake hits western Nepal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X