For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিলায়েন্সের সঙ্গে বিতর্কিত রাফালে চুক্তি নিয়ে মুখ খুলল ড্যাসল্ট অ্যাভিয়েশন

ড্যাসল্ট জানিয়েছে, নিজেরাই রিলায়েন্সকে বেছে নিয়েছিল তাঁরা। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি এই চুক্তি হয়।

  • |
Google Oneindia Bengali News

ফরাসি মিডিয়া পোর্টাল মিডিয়া পার্টের রিপোর্ট অনুযায়ী ভারতের সঙ্গে রাফালে চুক্তির অংশ হতে গেলে অনিল আম্বানির রিলায়েন্স সংস্থার সঙ্গে বাধ্যতামূলক চুক্তি করতে হতো। তা না করলে চুক্তি হাতছাড়া হয়ে যেত ফরাসি সংস্থা ড্যাসল্টের। এই খবরের সত্যতা অস্বীকার করল ড্যাসল্ট।

রাফালে চুক্তি নিয়ে মুখ খুলল ড্যাসল্ট অ্যাভিয়েশন

ফরাসি মিডিয়া সংস্থা নিজেদের রিপোর্টে বলেছে, চুক্তি করতে গিয়ে ভারতের ডিফেন্স প্রকিউরমেন্ট প্রসিডিওর-কে মাথায় রাখতে হতো ড্যাসল্টকে। এক্ষেত্রে ভারতের তরফে অর্ধেক সাপ্লাই করতে হতো। ফলে যৌথ প্রকল্প করে রিলায়েন্সকে সঙ্গে নিতে হয়েছিল।

তবে সেই অভিযোগ উড়িয়ে দিয়ে ড্যাসল্ট জানিয়েছে, নিজেরাই রিলায়েন্সকে বেছে নিয়েছিল তাঁরা। ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি এই চুক্তি হয়।

প্রসঙ্গত, ভারত সরকার প্রথম থেকেই রাফালে চুক্তিতে সরকারের সংযোগ নিয়ে অভিযোগ অস্বীকার করে এসেছে। ফরাসি সংস্থাই স্বাধীনভাবে ভারতে কাদের সঙ্গে কাজ করবে তা বেছে নিয়ে এগিয়েছে বলে জানানো হয়েছে। যদিও তা সত্ত্বেও বিরোধীদের অভিযোগের তির থামছে না।

English summary
Freely chose to make a partnership with India’s Reliance Group, Dassault Aviation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X