For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকায় পুরস্কৃত বাংলাদেশের মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী জিনাত নবী

মানবতার সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্যে এশিয়ান হেরিটেজ কমিটির পুরস্কার পেলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড জিনাত নবী।

  • |
Google Oneindia Bengali News

মানবতার সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্যে এশিয়ান হেরিটেজ কমিটির পুরস্কার পেলেন বাংলাদেশের মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী ড জিনাত নবী। আমেরিকার সব থেকে বড় শ্রমিক ফেডারেশন 'এএফএল-সিআইএ'র অধিভূক্ত শ্রমিক ইউনিয়নগুলো এই পুরস্কার দিয়ে থাকে।

আমেরিকায় পুরস্কৃত বাংলাদেশের মুক্তিযোদ্ধা-বিজ্ঞানী জিনাত নবী

নিউইয়র্কের সোয়া দুই লক্ষ শ্রমিকের প্রতিনিধিত্বকারী লোকাল-৩৭ এর সদর দফতরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান বক্তা ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ারপার্সন কংগ্রেসওম্যান গ্রেস মেং। বিজয়ীদের পুরস্কার তুলে দেন এই শ্রমিক ইউনিয়নের ট্রেজারার এবং নিউইয়র্ক অঞ্চলে এশিয়ান হেরিটেজ কমিটির চেয়ারপার্সন মাফ মিসবাহ উদ্দিন।

ড জিনাত নবীর পাশাপাশি নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের জজ মার্গারেট চেং এবং নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর টমি ন্যাগকেও এই পুরস্কার দেওয়া হয়।

বিজ্ঞানী ড জিনাত নবী বলেন, বহুজাতিক এই সমাজে বৃহৎ একটি অংশজুড়ে রয়েছে এশিয়ানরা। এই আমেরিকাকে আজকের অবস্থানে আনতে এশিয়ানদের অবদান খাটো করে দেখার অবকাশ নেই। এ সম্মান দায়িত্ব পালনে তাকে আরও বেশি অনুপ্রাণিত করবে।

কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, এই আমেরিকায় তথ্য-প্রযুক্তি, চিকিৎসা, ব্যাংকিং, গবেষণা, শিক্ষকতা, বিনিয়োগসহ সকল সেক্টরেই এশিয়ান-আমেরিকানরা অবদান রেখে চলেছেন। কিন্তু সে অনুযায়ী মূলধারার রাজনীতিতে তাদের অংশগ্রহণ নেই। এঅবস্থার অবসানে অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার'সহ বিভিন্ন ককাস কাজ করছে। তিনি যখন প্রথম প্রার্থী হয়েছিলেন, তখন এই প্রতিষ্ঠান তাঁর জন্যে কাজ করেছে।

English summary
Freedom fighter and scientist of Bangladesh Zinat Nabi gets Asian Heritage Prize in America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X