For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের গণ-ভ্যাকসিন তৈরিতে মুখ্য ভূমিকা নেবে ভারত, বিশ্বাস বন্ধু দেশের

করোনা ভাইরাসের গণ-ভ্যাকসিন তৈরিতে মুখ্য ভূমিকা নেবে ভারত, বিশ্বাস বন্ধু দেশের

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের গণ-ভ্যাকসিন তৈরিতে ভারত মুখ্য ভূমিকা নেবে বলে বিশ্বাস করে ফ্রান্স। প্রতিটি দেশের মিলিত প্রচেষ্টা বিশ্ব মহামারী মুক্ত হবে বলেই বিশ্বাস করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিনেইন। এ লড়াইয়ে ভারত মুখ্য যোদ্ধা হতে পারে বলে তাঁর বিশ্বাস।

করোনা ভাইরাস

করোনা ভাইরাস

বিশ্বব্যাপী প্রায় সাড়ে ৫৪ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার ছাড়িয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিন হাজার আটশো জনেরও বেশি মানুষ। অন্যদিকে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লক্ষ আশি হাজার পেরিয়ে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় সাড়ে ২৮ হাজার।

ভারতে ভ্যাকসিন

ভারতে ভ্যাকসিন

ভ্যাকসিন এবং জেনেরিক ওষুধ তৈরির ক্ষেত্রে বিশ্বের সবার ওপরে রয়েছে ভারত। মহামারী করোনা ভাইরাসকে হারাতে প্রয়োজনীয় ভ্যাকসিন তৈরির প্রচেষ্টায় নিয়োজিত রয়েছেন ভারতীয় গবেষকরা। দেশের বিভিন্ন গবেষণাগারে চলছে পরীক্ষা-নীরিক্ষা। ভারত এ কাজে সফল হবে বলেই বিশ্বাস করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিনেইন।

ভারতের ভূমিকা

ভারতের ভূমিকা

করোনা ভাইরাসের বিরুদ্ধে গণ-ভ্যাকসিন তৈরিতে ভারত মুখ্য ভূমিকা নেবে বলে বিশ্বাস করেন ফ্রান্সের রাষ্ট্রদূত ইমানুয়েল লিনেইন। বিশ্বের প্রতিটি দেশে সেই ভ্যাকসিনের বন্টন যাতে সমান হয়, সেদিকেও নজর দেওয়া উচিত বলে মনে করেন ইমানুয়েল। এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতির প্রসঙ্গ তুলেছেন ফ্রান্সের ওই রাষ্ট্রদূত।

ইউরোপিয়ান রেজোলিউশন

ইউরোপিয়ান রেজোলিউশন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বৈঠকে করোনা ভ্যাকসিনের সময়োপযোগী সমবন্টন নিয়ে একটি রেজোলিউশন পাশ হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন প্রদত্ত ওই রেজোলিউশনকে সমর্থন করেছে ভারত ও ফ্রান্স। সমর্থন করেছে বিশ্বের অন্যান্য দেশও।

ভেঙেছে কাচ, উড়ে গিয়েছে শেড আম্ফানের থাবা ইস্ট ওয়েস্ট মেট্রোতেও, বিধ্বস্ত অধিকাংশ স্টেশনভেঙেছে কাচ, উড়ে গিয়েছে শেড আম্ফানের থাবা ইস্ট ওয়েস্ট মেট্রোতেও, বিধ্বস্ত অধিকাংশ স্টেশন

English summary
France is hopeful that India will play key role in mass production of coronavirus vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X