For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চতুর্থ দফায় এইচ ওয়ান-বি ভিসার আবেদন খারিজ করল আমেরিকা

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এইচ ওয়ান বি ভিসার নতুন নিয়ম বলবত করে। এই নিয়ে শুরু হয় চরম কড়াকড়ি। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকার কড়াকড়ি চলছে।

Google Oneindia Bengali News

ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই এইচ ওয়ান বি ভিসার নতুন নিয়ম বলবত করে। এই নিয়ে শুরু হয় চরম কড়াকড়ি। ২০১৫ সাল থেকে শুরু হওয়া এইচ ওয়ান বি ভিসা নিয়ে আমেরিকার কড়াকড়ি চলছে। ২০১৯ সালে এই চতুর্থ দফায় এইচ ওয়ান বি ভিসার আবেদন খারিজ করল আমেরিকা। বাইরের দেশ থেকে আমেরিকায় যারা কর্মসূত্রে যান তাঁরা মূলত এই ভিসার আবেদন করে থাকেন। এই তালিকায় ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। সেকারণেই এইচ ওয়ান বি ভিসার নিয়ম কড়াকড়ি করার পরেই ভারতীয়রা প্রথম প্রবল আপত্তি জানাতে শুরু করেছিল।

চতুর্থ দফায় এইচ ওয়ান-বি ভিসার আবেদন খারিজ করল আমেরিকা

প্রায় ৭০ শতাংশ ভারতীয় তথ্য প্রযুক্তি কর্মী এই ভিসাতেই আবেদন জানান। এবং এই ভিসাতেই আমেরিকায় কাজ করতে যান। ২০১৫ সালে যেখানে মাত্র ৬ শতাংশ এইচ ওয়ান বি ভিসার আবেদন খারিজ করা হয়েছিল। ২০১৯ সালে সেটা কয়েকগুণ বেড়ে গিয়েছে। প্রায় ৬০ শতাংশ ভিসার আবেদন খারিজ করা হয়েছে। ২০১৮ সালে মাত্র ৬টি ভারতীয় সংস্থা তাঁদেরল কর্মীদের জন্য এইচ ওয়ান বি ভিসার অনুমোদন সংগ্রহ করতে পেরেছিল। এর মধ্যে উল্লেখ যোগ্য হারে কমেছে অ্যামাজনের কর্মীদের এইচ ওয়ান বি ভিসার অনুমোদন। মনে করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের কারণেই এই এই কড়াকড়ি শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে।

English summary
Fourth of all fresh H-1B applications through the third quarter of this year
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X