For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আমেরিকার স্টেট ও স্থানীয় নির্বাচনে জয়ী প্রথম মুসলিম মহিলা সহ চার ভারতীয়

আমেরিকার স্টেট ও স্থানীয় নির্বাচনে জয়ী প্রথম মুসলিম মহিলা সহ চার ভারতীয়

Google Oneindia Bengali News

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে হওয়া স্টেট ও স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন এক মুসলিম মহিলা সহ চার ভারতীয় বংশোদ্ভুত মার্কিনী বাসিন্দা। জানা গিয়েছে, এদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউসের প্রযুক্তি নীতি পরামর্শদাতা হিসাবে কাজ করতেন এমন এক ভারতীয়।

আমেরিকার স্টেট ও স্থানীয় নির্বাচনে জয়ী প্রথম মুসলিম মহিলা সহ চার ভারতীয়


ভার্জিনিয়া স্টেট সেনেটে প্রথম মুসলিম মহিলা হিসাবে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভুত গজলা হাসমি। তিনি কমিউনিটি কলেজের প্রাক্তন অধ্যাপক। প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রযুক্তি নীতি পরামর্শদাতা হিসাবে কাজ করতেন সুহাস সুব্রহ্মন্যম। তিনি ভার্জিনিয়া স্টেট হাউসের প্রতিনিধি হিসাবে জয়ী হয়েছেন। ডোমোক্রাটের হয়ে হাসমি তাঁর প্রথম প্রচেষ্টাতেই তাঁর বিপক্ষে দাঁড়ানো রিপাবলিক স্টেট সেনেটারের প্রার্থী গ্লেন স্টুর্টেভান্টকে পরাজিত করেছেন। যা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। গজলা তাঁর ঐতিহাসিক জয়ের পর বলেন, '‌এই জয় আমার একার নয়। বরং এই জয় তাঁদেরও যাঁরা আমার ওপর বিশ্বাস করেছেন যে আমরা ভার্জিনিয়াতে প্রগতিশীল পরিবর্তন আনব। এই জয় তাঁদের যাঁরা মনে করেন যে তাঁদের কন্ঠরোধ করা হয়েছে এবং সাধারণ বিধানসভায় আমাকে আপনাদের একজন ভেবেছেন।’‌ রাজ্যের প্রাক্তন সচিব ও প্রথম মহিলা প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটর এই জয়ে বেশ খুশি। তিনি হাসমিকে অভিনন্দন জানিয়ে টুইট করেন।

৫০ বছর আগে হাসমি তাঁর পরিবারের সঙ্গে ভারত থেকে আমেরিকায় চলে আসেন। তখন তিনি অনেক ছোট। হিলারি ক্লিনটনের টুইট পেয়ে মুগ্ধ হাসমি জানান, তিনি ক্লিনটনের অভিনন্দন পেয়ে অভিভূত। জর্জিয়ার মতো ছোট শহরে বেড়ে ওঠা হাসমি দেখেছেন যে সর্বস্তরের মানুষকে একত্রিত করে কীভাবে সম্প্রদায় তৈরি করা হয় এবং উন্মুক্ত কথোপকথন সাংস্কৃতিক ও আর্থ–সামাজিক বিভাজনের মাঝে সেতু তৈরি করতে পারে। জর্জিয়া সাউর্দান বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশে স্নাতক হওয়ার পর তিনি এমোরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ১৯৯১ সালে তিনি ও তাঁর স্বামী আজহার রিচমন্ড অঞ্চলে চলে আসেন। গত ২৫ বছর ধরে তিনি ভার্জিনিয়া কলেজ–বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসাবে রয়েছেন।

ক্যালিফোর্নিয়াতে ভারতীয় বংশোদ্ভুত মানো রাজু এবং উত্তর ক্যারোলিনান থেকে ডিম্পল আজমিরও এই নির্বাচনে বিজয়ী হন।

নওয়াজ শরিফকে স্লো পয়জন করে মেরে ফেলা হচ্ছে, দাবি আলতাফ হুসেনেরনওয়াজ শরিফকে স্লো পয়জন করে মেরে ফেলা হচ্ছে, দাবি আলতাফ হুসেনের

হল না জামিন! প্রত্যর্পণ হলেই আত্মহত্যা, লন্ডনের আদালতে হুঁশিয়ারি নীরব মোদীরহল না জামিন! প্রত্যর্পণ হলেই আত্মহত্যা, লন্ডনের আদালতে হুঁশিয়ারি নীরব মোদীর

English summary
four indians including the first muslim woman to win state and local elections in america
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X