For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দক্ষিণ কোরিয়া, জাপানের উপকূলের কাছে চার-চারটি দেশের যুদ্ধবিমান মুখোমুখি চলে এল! চাঞ্চল্য

শান্তিকালীন আন্তর্জাতিক সম্পর্কে এমন ঘটনা বিরল। মঙ্গলবার, ২৩ জুলাই, দক্ষিণ কোরিয়া এবং জাপানের উপকূল থেকে অদূরে স্থিত একটি বিতর্কিত ছোট দ্বীপের উপরে মুখোমুখি চলে এল চার-চারটি দেশের যুদ্ধবিমান!

  • |
Google Oneindia Bengali News

শান্তিকালীন আন্তর্জাতিক সম্পর্কে এমন ঘটনা বিরল। মঙ্গলবার, ২৩ জুলাই, দক্ষিণ কোরিয়া এবং জাপানের উপকূল থেকে অদূরে স্থিত একটি বিতর্কিত ছোট দ্বীপের উপরে মুখোমুখি চলে এল চার-চারটি দেশের যুদ্ধবিমান!

দক্ষিণ কোরিয়া, জাপানের উপকূলের কাছে চার-চারটি দেশের যুদ্ধবিমান মুখোমুখি চলে এল! চাঞ্চল্য

এই ঘটনার পরে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তরফ থেকে বলা হয়েছে যে তারা রাশিয়ার একটি এ-৫০ যুদ্ধবিমানকে বেশ অসংখ্যবার গুলি ছুঁড়ে সাবধান করে তাদের বায়ুসীমানার মধ্যে দু'দুবার ঢুকে পড়ার জন্য।

দক্ষিণ কোরিয়ার অভিযোগ উড়িয়ে দেয় রাশিয়া

রাশিয়া এর পরে পাল্টা উত্তর দেয় দক্ষিণ কোরিয়াকে। তাদের মতে, সিওল-ই তাদের দু'টি বোমারু বিমানের পথ আটকায় নিরপেক্ষ জলসীমার উপর দিয়ে উড়ে যাওয়া সত্ত্বেও।

এর পরেই আসে জাপানের তরফে বিবৃতি। সিওলকে সমর্থন করে টোকিও জানায় যে রাশিয়ার এ-৫০ বিমানটি বিতর্কিত বায়ুসীমানায় ঢুকে পড়ে এবং জাপানও তাদের বোমারু বিমান পাঠায় সেটিকে থামাতে।

চিনের বিমানও ছিল, অভিযোগ সিওল ও টোকিওর

দক্ষিণ কোরিয়া এবং জাপান এও অভিযোগ করে বলে যে দু'টি চিনা এইচ-৬ বোমারু বিমানও রাশিয়ার সামরিক বিমানটির সঙ্গে ছিল।

English summary
Four countries’ warplanes come face to face off South Korea and Japan coasts
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X