For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলওয়ামা হামলার পর পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, বিস্ফোরক দাবি প্রাক্তন মার্কিন সচিবের

পরমাণু যুদ্ধ করতে চেয়েছিল ভারত-পাকিস্তান

Google Oneindia Bengali News

ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনই বিস্ফোরক দাবি করেছেন প্রাক্তন মার্কিন সচিব মাইক পম্পেও। তিনি বলেছেন, ২০১৯ সালে পুলওয়া হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে এমন পরিস্থিতি তৈরী হয়েছিল যে যেকোনও মুহূর্তে পরমাণু যুদ্ধ বেধে যেত। সেসময় তিনি ভিয়েতনাম সফরে ছিলেন। তার মধ্যেই এই উত্তেজনা কর পরিস্থিতির কথা জানতে পেরেছিলেন।

পুলওয়ামা হামলার পর পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, বিস্ফোরক দাবি প্রাক্তন মার্কিন সচিবের

নিজের লেখা বইয়ের উদ্বোধনে এসে দিল্লিতে এমনই জানিয়েছেন মাইক পম্পেও। সঙ্গে সঙ্গে তিনি কথা বলেন তাঁর ভারতীয় কাউন্টার পার্টের সঙ্গে। এই উত্তেজনা কর পরিস্থিতি যাতে তৈরি না হয় তার জন্য সঙ্গে সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন দূতের সঙ্গে কথা বলেন। এমনকী মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বল্টন এবং কেনেথ জাস্টারের সঙ্গে কথা বলেন তিনি। যাতে দ্রুত দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমন করা যায় তার পরিস্থিতি খুঁজে বের করার চেষ্টা করেন তিনি।

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে পরমাণু যুদ্ধের মত পরিস্থিতি তৈরি হয়েছিল তা বিশ্বের কোনও দেশই প্রায় জানে না। পম্পেয়-র এই দাবি কতটা সত্যি তা নিয়ে কোনও বক্তব্য কিন্তু ভারতের পক্ষ থেকে কোনও বক্তব্য রাখা হয়নি। সম্প্রতি ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসতে চেয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শহবাজ শরিফ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাশ্মীর ইস্যুতে শান্তিপূর্ণ আলোচনার প্রস্তাব দিয়েছে।

প্রচণ্ড চাপে রয়েছে পাকিস্তান। তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে পাকিস্তানের। সেকারণে দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। শেষে চাপে পড়ে সুর নরম করতে শুরু করেছে পাকিস্তান। প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছে পাকিস্তান সরকার। সেকারণে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা হচ্ছে। কয়েকদিন আগেই যেখানে ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তান সেখানে হঠাৎ করে পাকিস্তানের সুর নরম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

দিল্লি পুলিশে ভরসা নেই, বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে এবার রাজ্য পুলিশদিল্লি পুলিশে ভরসা নেই, বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্বে এবার রাজ্য পুলিশ

English summary
Former US secretary of state claimd after pulwama attack a Nuklear war like situation between India and Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X