For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চড়ছে নির্বাচনের পারদ! বেকারত্ব থেকে করোনা মোকাবিলায় ট্রাম্পের তুলোধনা বারাক ওবামার

চড়ছে নির্বাচনের পারদ! বেকারত্ব থেকে করোনা মোকাবিলায় ট্রাম্পের তুলোধনা বারাক ওবামার

  • |
Google Oneindia Bengali News

দিন যত গড়াচ্ছে ততই চড়ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের পারদ। এদিকে করোনা সঙ্কট, বর্ণবিদ্বেষ, বেকারত্ব সহ একাধিক ইস্যুতে আর্থ-সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা গ্রাস করেছে গোটা মার্কিন মুলুককেই। এমতাবস্থায় এবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নজরবিহীন আক্রণ শানাতে দেখা গেল বারাক ওবামাকে। এমতাবস্থায় ডেমোক্র্যাটিক শিবিরের জাতীয় কনভেনশনের তৃতীয় দিনে উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করতে দেখা যায় প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতিকে।

চড়ছে নির্বাচনের পারদ! বেকারত্ব থেকে করোনা মোকাবিলায় ট্রাম্পের তুলোধনা বারাক ওবামার

নিজের কাজের প্রতি ট্রাম্পের কোনও আগ্রহ নেই বলেও ক্ষোভ প্রকাশ করেন পূর্ববর্তী রিপালিকান প্রেসিডেন্ট। একইসাথে মানুষের মনোযোগ আকর্ষণ করতে রাজনীতির ময়দানকে ট্রাম্প রিয়েলিটি শো-র মঞ্চ করে ছেড়েছেন বলেও এদিন একের পর এক তোপ দাগতে শুরু করেন তিনি। পাশাপাশি করোনাকালে লাগামহীন বেকারত্ব ও প্রায় ২ লক্ষ মার্কিন নাগরিকের মৃত্যুর জন্য এদিন ডোনাল্ড ট্রাম্পকেই কাঠগড়ায় তোলেন তিনি। ট্রাম্পের আমলে আমেকিকার গণতন্ত্র প্রবল ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে দিয়েও যাচ্ছে বলে তাঁর মত।

এদিনের কনবেনশন থেকেই ট্রাম্পের অযোগ্যতার একাধিক খতিয়ান তুলে ধরে ডেমোক্র্যাট শিবিবের আগামী রাষ্ট্রপতি পদপ্রার্থী জো বাইডেনের জন্যও এদিন একাধিকবার ভোট চাইতে দেখা যায় তাকে। এদিকে করোনা মহামারী মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও।

আনলক ৩-এ খুলতে চলেছে তাজমহল থেকে আগ্রা ফোর্ট! প্রশাসন কী জানাচ্ছে আনলক ৩-এ খুলতে চলেছে তাজমহল থেকে আগ্রা ফোর্ট! প্রশাসন কী জানাচ্ছে

English summary
former us president barack obama attacks trump on multiple issues including the corona epidemic from unemployment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X