For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গ্রেফতার পারভেজ মুশারফ, এবার লাল মসজিদ হামলার অভিযোগে

Google Oneindia Bengali News

pervez-musharraf
ইসলামাবাদ, অক্টোবর ১১: ছয় বছর আগে ইসলামাবাদের লাল মসজিদে অভিযান চালিয়ে একশোরও মানুষের হত্যার দায়ে বৃহস্পতিবার প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুশারফকে গ্রেফতার করল পাকিস্তান পুলিশ।

এদিন মুশারফের মুখপাত্র রাজা বোখারি জানিয়েছেন যে তাঁরা প্রাক্তন রাষ্ট্রপতির গ্রেফতারে ক্ষুব্ধ। "সেদিন কিছু চরমপন্থী, জঙ্গী সংগঠনকের লাল মসজিদ থেকে উত্খাত করতে রাস্ট্রপতি মুশারফ পাকিস্তানি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন এটাই তাঁর অন্যায়। আমরা আশা রাখি, প্রাক্তন রাষ্ট্রপতির বিরূদ্ধে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে সেই সত্যিটা সবার সামনে আসবে।

ছবছর আগে মুশারফের নির্দেশই টানা আটদিন ধরে লাল মসজিদে অিভান চালায় সেনাবাহিনি। সেই অভিযানে মসজিদের কর্মচারী আবদুল রসিদ গাজিরও মৃত্যু হয়। এমনকী আবদুল রশিদের মাকে হত্যা করার অভিযোগও রয়েছে মুশারফের বিরুদ্ধে।

২ সেপ্টেম্বর, ২০০৭, লাল মসজিদে সেনাবাহিনী অভিযানের দরুণ আবদুল রশিদ ও তাঁর মাকে হত্যার অভিযোগে মুশারফের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। আবদুল রশিদপুত্র হারুণ রশিদের পিটিশনের ভিত্তিতেই আদালত মুশারফের গ্রেফতারের নির্দেশ দেয়। এর আগে ২০০৬ সালে সেনা অভিযানে ষড়যন্ত্র করে নবাব আকবর বুগতিকে খুন ও ২০০৭ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর হত্যাসহ অন্য আর একটি মামলায় অভিযুক্ত হওয়ার কারণে মুশারফকে গৃহবন্দীর আদেশ দেওয়া হয়েছিল। একমাস গৃহবন্দী থাকার পর বুধবারই তাঁর জামিন মঞ্জুর করা হয়। এর পর বৃহস্পতিবারই তাঁকে গ্রেফতার করে পাকিস্তান পুলিশ।

English summary
Former Pakistani President Pervez Musharraf arrested over the 2007 Lal Masjid attak case.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X