For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুন্দরবনে এখনও নেভেনি দাবানল, চলছে লড়াই

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

দাবানল
মংলা, ২২ মে: এখনও নির্বাপিত হয়নি সুন্দরবনের দাবানল। গতকাল অর্থাৎ বুধবার বিকেলে এই আগুন লেগেছিল। তবে বৃহস্পতিবার আগুনের ভয়াবহতা কমাতে সক্ষম হয়েছে বন বিভাগ ও দমকল। আশা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় এই দাবানল পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হবে।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে গুলিশাখালী ক্যাম্পের কাছাকাছি পঁয়ষট্টিছিলাতে গতকাল আগুন লাগে। সেই সময় রুটিমাফিক টহলে বেরিয়েছিলেন বনকর্মীরা। তাঁরাই জঙ্গলের ভিতরে ধোঁয়া উড়তে দেখেন। সঙ্গে সঙ্গে শুরু হয় আগুন নেভানোর কাজ।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা দমকল কেন্দ্রের অধিকর্তা মহম্মদ আরিফুল হক জানান, জঙ্গলের অন্দরে অন্তত সাত-আট একর জায়গা জুড়ে এই আগুন ছড়িয়ে পড়েছে। চারপাশে 'ফায়ার লাইন' কেটে আগুন আয়ত্তে আনার পাশাপাশি জল ছেটানো হচ্ছে। বন বিভাগের দাবি, অন্তত পাঁচ একর জঙ্গল পুড়ে ছাই হয়ে গিয়েছে। কালকে সঙ্গে সঙ্গে আগুন চোখে না পড়লে বড় বিপর্যয় হওয়ার সমূহ আশঙ্কা ছিল।

বন বিভাগ জানাচ্ছে, এপারের অর্থাৎ বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের কিছু অংশে ভূমিভাগ নীচু। বর্ষাকালে এখানে জল জমে। শীতকালে তাতে গাছের পাতা ঝরে পড়ে অর্ধপচিত পাতার স্তর তৈরি হয়। এই স্তরের ভাঁজে ভাঁজে মিথেন গ্যাস উৎপন্ন হয়। দিনের বেলা সূর্যের প্রখর তাপে মিথেন গ্যাসে আগুন ধরে যায়। হাওয়ার তোড়ে সেই আগুন ছড়িয়ে পড়ে জঙ্গলে। এ ধরনের আগুনের বৈশিষ্ট্য হল, প্রথম থেকেই দাউদাউ করে জ্বলে না। শুরুতে পাতার স্তরের নীচ দিয়ে আগুন ছড়াতে থাকে। তার পর গাছের কাণ্ড ধরে সেই আগুন ওপর দিকে উঠতে শুরু করে। ঘটনাস্থলের আশপাশে জলের ভালো উৎস না থাকলে দাবানল নেভাতে বেগ পেতে হয়।

সুন্দরবনের বিভাগীয় বনকর্তা (পূর্ব) আমির হোসেন চৌধুরী জানান, গুলিশাখালী দাবানল-প্রবণ এলাকা। হঠাৎ হঠাৎই এখানে আগুন লাগে। তবে এ বারের দাবানলে কোনও জন্তু-জানোয়ার মারা যায়নি বলে জানান তিনি।

English summary
Forest Department still fighting to douse wild fire in Sundarbans
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X