For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সীমান্ত সমস্যা নিয়ে পাঁচ রকমের ব্যাখ্যা চিনের! ফের বিদেশমন্ত্রী জয়শংকরের নিশানায় লালফৌজ

সীমান্ত সমস্যা নিয়ে পাঁচ রকমের ব্যাখ্যা চিনের! ফের বিদেশমন্ত্রী জয়শংকরের নিশানায় লালফৌজ

  • |
Google Oneindia Bengali News

এখনও গলেনি বরফ। উল্টে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় আরও আগ্রাসী ভূমিকায় দেখা গিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মিকে। দু-দেশের মধ্যে একাধিক বৈঠকেও মেলেনি কোনও সমাধান সূত্র। উল্টে পায়ে পা দিয়ে ঝগড়া আরও বাড়িয়েছে বেজিং। এদিন সীমান্ত সংঘাত ও চিনের এই সমস্ত উষ্কানি নিয়েই ফের সরব হলে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শংকর।

শান্তি চুক্তির কথা বলেই ফের উল্টো পথে হাঁটতে দেখা যায় বেজিংকে

শান্তি চুক্তির কথা বলেই ফের উল্টো পথে হাঁটতে দেখা যায় বেজিংকে

এদিকে জুনের লাদাখ সেনা সংঘর্ষের পর কূটনৈতিক ও সামরিক পর্যায়ে একাধিকবার বৈঠকে বসেছে ভারত। কিন্তু তারপরেও বেরোয়নি কোনও সমাধান সূত্রে। উল্টে গোল টেবিল বৈঠকে শান্তি চুক্তির কথা বললেও সীমান্তের মাটিতে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটতে দেখা গিয়ছে বেজিংয়ে। যাতে আরও অবনতি হয়েছে চিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের।

সীমান্ত সমস্যা নিয়ে পাঁচ রকমের ব্যাখ্যা দিচ্ছে চিন

সীমান্ত সমস্যা নিয়ে পাঁচ রকমের ব্যাখ্যা দিচ্ছে চিন

প্রসঙ্গত উল্লেখ্য, আগ্রাসান কমানো তো দূর অস্ত লাদাখ, অরুণাচল, তিব্বত সহ একাধিক সীমান্তবর্তী এলাকায় রোজই হাজার হাজার সেনা মোতায়েন করছে চিন। রীতিমতো যুদ্ধসাজেই দেখা মিলছে লালফৌজের। আর তাতেই বাড়ছে উদ্বেগ। একথা মনে করেই দিয়ে ভারতীয় বিদেশমন্ত্রীর সাফ বক্তব্য, সীমান্ত সমস্যা নিয়ে কার্যত পাঁচ রকমের ব্যাখ্যা দিচ্ছে চিন।

সমাধানের রাস্তা খুঁজতে গিয়ে আরও বাড়ছে সমস্যা

সমাধানের রাস্তা খুঁজতে গিয়ে আরও বাড়ছে সমস্যা

যাতে সমাধানের রাস্তা খুঁজতে গিয়ে আরও বাড়ছে সমস্যা। অন্যদিকে একাধিকবার পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখা সন্নিহিত এলাকা থেকে একাধিক বার দুই দেশের তরফে সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হলেও চিনের উষ্কানিতেই তা বারংবার ভেস্তে যায়। এদিন অস্ট্রেলিয়ার লোই ইনস্টিটিউটকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনও রাখঢাক না করেই সীমান্ত সমস্যা ও চিনা আগ্রাসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন জয়শংকর।

কোনও চুক্তিই মানছে না চিন

কোনও চুক্তিই মানছে না চিন

বেজিংয়ের কূটনৈতিক ক্রিয়াকলাপের কড়া সমালোচনা করে জয়শংকর বলেন, "ওরা কোনও চুক্তিই মানছে না। দ্বিপাক্ষিক আলোচনা কোনও বড় বিষয় না। কিন্ত আলোচনা করে সমাধানের রাস্তা বেরোলেও দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে চলেছে চিন। সর্বদাই যুদ্ধের মেজাজে রয়েছেন শি জিনপিং। তাই বিগত ৩০-৪০ বছরের মধ্যে বর্তমানে প্রেক্ষাপটে দাঁড়িয়েই চিনের সঙ্গে ভারতেপ দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে খারাপ পর্ব চলছে বলাই যাই।"

শুভেন্দুই হয়তো জানেন না তাঁর নামে পোস্টার পড়ছে, জল্পনা বাড়ালেন তৃণমূলের মন্ত্রীশুভেন্দুই হয়তো জানেন না তাঁর নামে পোস্টার পড়ছে, জল্পনা বাড়ালেন তৃণমূলের মন্ত্রী

English summary
China's five explanations for the border problem! Again, Foreign Minister Jayashankar targets Red Army
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X