For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বজুড়ে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে! হু দিচ্ছে কোন সতর্কবার্তা

  • |
Google Oneindia Bengali News

নতুন করোনা ভাইরাসের কেস আরও বাড়ছে। রবিবারের শেষ ২৪ ঘণ্টায় বিশ্ব করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্য়া দেখেছে। এমন পরিস্থিতিতে বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা দিয়েছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থা ও পরিস্থিতি

বিশ্বস্বাস্থ্য সংস্থা ও পরিস্থিতি

ক্রমাগত বিশ্ব জুড়ে হাতের বাইরে চলে যাচ্ছে করোনা পরিস্থিতি। সেক্ষেত্রে সতর্কবাণী দেওয়া ছাড়া সেভাবে কার্যকরী ভূমিকায় এখনও হু-কে পাওয়া যাচ্ছে না বলে সমালোচনার ঝড় গোটা বিশ্বে। এদিনও প্রতিবারের মতো একই সুরে বিশ্বস্বাস্থ্য সংস্থা সতর্কতা জারি করেছে।

 হু কী জানিয়েছে?

হু কী জানিয়েছে?

হু এর তরফে প্রধান টেড্রস গ্যাবরিয়েসস জানিয়েছেন, যেভাবে মহামারী ছড়িয়েছে তাতে এখনই সাইকেলের প্যাডেল থেকে পা তুলে নিলে চলবে না। প্রতিটি দেশকে আরো সতর্ক হতে হবে। গত ৬ মাস ধরে যে মহামারী চলছে , তা এত সহজে যাবে না।

 রবিবার প্রবল পরিস্থিতি

রবিবার প্রবল পরিস্থিতি

রবিবার ১৩৬০০০ টি নতুন করোনা আক্রান্তের ঘটনা ঘটে গিয়েছে গোটা বিশ্বে। এখনও পর্যন্ত এই সংখ্যাটি সবচেয়ে বেশি একদিনের হিসাবে। বিশ্বের ১০ টি দেশ থেকে এই পরিসংখ্যান এসেছে।

 দ্বিতীয় 'পিক' নিয়ে সতর্কতা

দ্বিতীয় 'পিক' নিয়ে সতর্কতা

গোটা বিশ্ব জুড়ে এমন পরিস্থিতিতে হু প্রধান জানিয়েছেন, দ্বিতীয় পিক যাকে বিশ্বে না আসে , তার জন্য প্রতিটি দেশকে সতর্ক হতে হবে। আর তার জন্য এখন থেকেই ব্যবস্থা নিতে হবে।

এখনই মুক্তি নেই?

এখনই মুক্তি নেই?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে এখনই করোনা থেকে মুক্তি পাবেনা বিশ্ব। যেভাবে সিঙ্গাপুরের নতুন করোনা কেসগুলিতে একজনেরও উপসর্গ পাওয়া যায়নি, তাতে আতঙ্ক আরও বাড়তে শুরু করেছে।

আশঙ্কা বাড়ছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, সংক্রমণের হার ছাপিয়ে গেল জাতীয় গড়কেওআশঙ্কা বাড়ছে ২৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে, সংক্রমণের হার ছাপিয়ে গেল জাতীয় গড়কেও

English summary
For Corona patients Hospitals offer remote monitering ,know the details
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X