For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্লাশ করুন টয়লেট লিড বন্ধ করে, মলকোষ থেকেও হতে পারে করোনা, দাবি গবেষকদের

ফ্লাশ করুন টয়লেট লিড বন্ধ করে, মলকোষ থেকেও হতে পারে করোনা, দাবি গবেষকদের

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস প্রকোপের মধ্যেও অত্যন্ত জরুরিভাবে সুপারিশ করা হয়েছে টয়লেট লিড বন্ধ করার জন্য। একটি রিপোর্ট অনুযায়ী, একদল গবেষকের গবেষণায় উঠে এসেছে ফ্লাশ করার পরও কমোড থেকে মলকোষ বেড়িয়ে আসতে পারে এবং তা থেকে করোনা সংক্রমণ হতে পারে।

ফ্লাশ করুন টয়লেট লিড বন্ধ করে, মলকোষ থেকেও হতে পারে করোনা, দাবি গবেষকদের

করোনা ভাইরাস দ্বারা সৃষ্ট এই রোগটি মল–মুখের সংক্রমণ থেকে ছড়িয়ে যেতে পারে, যা '‌বায়ুসংক্রান্ত মল’ বা মলকোষেরর মাধ্যমে সংক্রমণও হতে পারে বলে মনে করেন রোগ নিয়ন্ত্রণ ও মহামারি বিশেষজ্ঞরা। তাঁরা এ সংক্রান্ত একটি গবেষণা ফোর্বসে প্রকাশ করেছেন। গবেষকরা জানিয়েছেন, বায়ুসংক্রান্ত মল অনেকসময়ই বাতাসে মিশে যায়। মল নির্গত হওয়ার পর ফ্লাশের কারণে তার ছোট ছোট কণা বাতাসে মিশতে পারে।

পুর্দু বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের অধ্যাপক ডাঃ কুইনজ্ঞান চেন বলেছেন, '‌টয়লেট লিড বন্ধ করার পর ফ্লাশ করুন।’ তিনি জানিয়েছে মলের ক্ষুদ্র ক্ষুদ্র কণা যা ফ্লাশের ফলে বেড়িয়ে আসতে পারে তা থেকেও সংক্রমণ হতে পারে তাই এটাই সহজ সমাধান। ‌টয়লেট লিড বন্ধ করে ফ্লাশ করলে ৮০ শতাংশ মলকোষকে বাতাসে ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারে।

English summary
flush after close the toilet lid corona may be infected through toilet plume warned scientist
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X