For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্নীতির মামলায় কারাদণ্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সেদেশের প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার। বৃহস্পতিবার ঢাকার আদালতের তরফে এই রায় দেওয়া হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড হল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সেদেশের প্রধান বিরোধীদল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার। বৃহস্পতিবার ঢাকার আদালতের তরফে এই রায় দেওয়া হয়েছে।

দুর্নীতির মামলায় কারাদণ্ড বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

বিদেশ থেকে পাঠানো প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই দুদক এই মামলা করে। তদন্ত শেষে ২০০৯ সালের ৫ অগাস্ট খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমান-সহ ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছিলেন দুদকের উফ পরিচালক হারুন অল রশিদ। ঢাকার বিশেষ জজ আদালত-৫ তরফ থেকে ২০১৪-র ১৯ মার্চ খালেদা জিয়া-সহ ছয়জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৯, ১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ গঠন করেন।

আদালতে যাওয়ার উদ্দেশে বাংলাদেশের সময় বেলা ১১.৪০-এ গুলসানের বাড়ি 'ফিরোজা' থেকে বেরোন খালেদা জিয়া। এরপর বেলা পৌনে দুটো নাগাদ বক্সিবাজার আদালতে পৌঁছে যান বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া।

রাজধানীর পুরনো ঢাকার বক্সিবাজারের আলিয়া মাদ্রাসার মাঠে আদালত বসেছিল আদালত। আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়েছিল। বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মহম্মদ আখতারুজ্জামান আদালতে খালেদা জিয়ার উপস্থিতিতে ৬৩২ পৃষ্ঠা রায়ের সার সংক্ষেপ পড়ে সাজা ঘোষণা করেন। আদালতের রায়ে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের ১০ বছরের কারাদণ্ডই বজায় রাখা হয়েছে। একইসঙ্গে অপব্যবহার হওয়া টাকাও পরিশোধ করতে আসামীদের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলায় খালেদা ছাড়াও তাঁর পুত্র তারেক রহমানকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঁর ১০ বছরের কারাদণ্ডের কথা জানিয়েছে ঢাকার আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় অন্য আসামীরা হলেন প্রাক্তন সাংসদ ও ব্যবসায়ী কাজি সালিমুল হক কামাল, প্রাক্তন মুখ্যসচিব কামালউদ্দিন সিদ্দিকি, জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক জিয়া পুত্র তারেক রহমান, কামালউদ্দিন সিদ্দিকি ও মমিনুর রহমান।

English summary
Five year prison sentence for Khaleda Zia in Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X