For Quick Alerts
For Daily Alerts
আফগান সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ! ৫ তালিবান জঙ্গির মৃত্যু, আহত আরও ৪
আফগানিস্তানে বড় সাফল্য সেদেশের সেনার। আফগান সেনার সঙ্গে সংঘর্ষে ৫ তালিবানি জঙ্গির মৃত্যু হয়েছে। আহত হয়েছে আর ৪ জন। আফগানিস্তানের উত্তরে ডানগাম জেলায় এই সংঘর্ষ হয়। নিজেদের সাফল্য নিয়ে বিবৃতি জারি করেছে আফগান সেনার ইস্টার্ন ডিভিশনের ২০১ সেলাব কর্পস।

আফগান সেনার বক্তব্যে বলা হয়েছে, শনিবার রাতে জঙ্গিরা হামলা চালায় সিকিউরিটি চেক পয়েন্টে। পাল্টা জবাব দেয় আফগান সেনা। ৫ জঙ্গির মৃত্যু হয়। আরও ৪ জন আহত হয়। এই সংঘর্ষে এক সাধারণ নাগরিকও আহত হয়েছেন।
যদিও এসম্পর্কে তালিবানিদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।