For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতালি-স্পেনের করোনা হটস্পটগুলিকে এক সূত্রে মিলিয়েছে দূষণ! কী বলছে গবেষণা?

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে দেশে মৃতের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। এই সংক্রমণ কমার কোনও নামই নিচ্ছে না। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় দেশে আরও প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে। একদিনে এটাই এখনও পর্যন্ত দেশে সব থেকে বেশি মৃত্যু। যার জেরে সরকারি হিসাবে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৩৭৩ জন। আক্রান্ত ৪২,৫৩৩।

লকডাউন উঠতেই ফের বাড়বে দূষণ

লকডাউন উঠতেই ফের বাড়বে দূষণ

এই পরিস্থিতিতে ৩ মে দেশের লকডাউন পর্ব শেষ হওয়ার কথা ছিল। তবে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তা বিবেচনা করে এই লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে দেশের ১৩০টি রেডজোনে আগামী ১৭ মে পর্যন্ত চলবে লকডাউন। এদিকে লকডাউনের মধ্যেই প্রায় কোনও যান চলাচল না থাকায় ও কলকারখানা না চলায় দূষণমুক্ত হয়ে গিয়েছে পরিবেশ। তবে দেশের গ্রিন ও অরেঞ্জ জোনে ইতিমধ্যেই কলকারখানা খুলতে চলেছে।

দেশের ৮৫টি শহরের এয়ার কোয়ালিটি ভালো হয়েছে

দেশের ৮৫টি শহরের এয়ার কোয়ালিটি ভালো হয়েছে

পরিস্থিতি আবার যখন স্বাভাবিক হয়ে যাবে এবং লকডাউন উঠে যাবে, কালো চাদরে ঢাকা পরবে আমাদের এই বিশ্ব। আর এই বায়ুদূষণই দেশের জনগণের জন্য মারাত্মক বলে জানিয়েছে সম্প্রতি শেষ হওয়া এক গবেষণা। লকডাউন জারির পর থেকে ক্রমেই দেশের ৮৫টি শহরের এয়ার কোয়ালিটি অভাবনীয় ভাবে ভালো হয়ে গিয়েছে।

দূষণ ও করোনার সম্পর্ক

দূষণ ও করোনার সম্পর্ক

এদিকে দূষিত কণায় করোনা থাকতে পারে এবং তা বহুদূর যেতে পারে বলে জানা যাচ্ছে। দূষিত কণায় করোনা থাকার পাশাপাশি আরও একটি ঝুঁকির কথা সামনে এসেছে। এর আগে অনেক গবেষণায় দেখা গেছে, স্বাস্থ্য ঝুঁকি; বিশেষ করে ফুসফুসের রোগের পেছনে নাইট্রোজেন-ডাই-অক্সাইডের গভীর সম্পর্ক রয়েছে। ফলে যে এলাকার বায়ু দূষিত সেই এলাকায় কেউ করোনায় আক্রান্ত হলে তার মৃত্যুর ঝুঁকি বেশি থাকে।

গবেষণায় উঠে আসছে কোন তথ্য

গবেষণায় উঠে আসছে কোন তথ্য

গবেষণা বলছে, যে চারটি দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশি, সেখানে প্রায় ৮০ শতাংশ মৃত্যু ঘটেছে অপেক্ষাকৃত বেশি বায়ু দূষণপূর্ণ এলাকায়। আর এরপরই শুরু হয় এক নতুন গবেষণা। তবে কী করোনা ভাইরাস দূষিত কণার মাধ্যমে বহুদূর চলে যেতে পারে?

বায়ু দূষণ করোনায় মৃত্যুর একটি মূল কারণ

বায়ু দূষণ করোনায় মৃত্যুর একটি মূল কারণ

ইতালি স্পেন ফ্রান্স এবং জার্মানির প্রশাসনিক ৬৬টি অঞ্চলের মধ্যে মাত্র ৫টি অঞ্চলে করোনাভাইরাসে মৃত্যুর হার বেশি। সেগুলো তুলনামূলক সবচেয়ে দূষিত অঞ্চল। ফলে গবেষকদের দাবি- বায়ু দূষণ করোনায় মৃত্যুর একটি মূল কারণ হতে পারে। কিন্তু কী ভাবে?

অনেকদূর পর্যন্ত যেতে পারে ভাইরাস

অনেকদূর পর্যন্ত যেতে পারে ভাইরাস

এই গবেষণা শুরু করেন ইতালির কয়েকজন গবেষক। তারা গবেষণা চালিয়ে দেখতা পারে, দূষিত বায়ুর দূষণ কণার উপর ভর করে অনেকদূর পর্যন্ত যেতে পারে ভাইরাস। বিজ্ঞানীরা দেখেছেন, বেশিরভাগ দূষিত এলাকায় করোনা সংক্রমণের পরিমাণ বেশি। আরও দুটি গবেষণায় দাবি করা হয়েছে, দূষিত বায়ুর দূষণ কণার কারণে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে পারে। অর্থাৎ আপনি নিজের বাড়ির ছাদে বা বারান্দায় দাঁড়ালেও সেই দূষিত কণা যদি আপনার মধ্যে চলে যায় তবে লকডাইন মানা সত্ত্বেও আপনার করোনা হতে পারে!

English summary
Five regions in northern Italy and Spain have the highest pollution and are coronavirus hotspot
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X