For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রায় পাঁচ দশক পরে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে হামলা ভারতের, তৈরি হল নতুন কীর্তি

পাক অধীকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে এদিন ভারত হামলা চালিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সার্জিক্যাল স্ট্রাইক ২.০ চালাল ভারত। পুলওয়ামায় হামলা চালিয়ে পাক মদতপুষ্ট জইশ ই মহম্মদ জঙ্গিরা ৪৯ জন সেনা জওয়ানকে শহিদ করেছে। কাশ্মীরে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। আর সেসবই হচ্ছে পাকিস্তানের মাটি ব্যবহার করে। সেদেশের প্রশাসনের সহায়তায় ভারত বিরোধী কাজে লিপ্ত থাকে সেদেশের জঙ্গিরা। তারই বিরুদ্ধে প্রত্যাঘাত করেছে ভারতীয় বায়ুসেনা।

প্রায় পাঁচ দশক পরে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে হামলা ভারতের

পাক অধীকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে এদিন ভারত হামলা চালিয়েছে। বালাকোট, মুজফফরাবাদ, চিকোতিতে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে। ১৯৭১ সালের পর এই প্রথমবার একেবারে পাকিস্তানি ভূখণ্ডে ঢুকে ভারত আক্রমণ শানিয়েছে।

প্রায় পাঁচ দশক পরে পাকিস্তানের মূল ভূখণ্ডে ঢুকে হামলা চালাল ভারত, তৈরি হল নতুন কীর্তি

[আরও পড়ুন:জইশের সবচেয়ে বড় ঘাঁটিতে হামলা ভারতের, মৃত বহু জঙ্গি, সাংবাদিক সম্মেলনে কী জানাল কেন্দ্র][আরও পড়ুন:জইশের সবচেয়ে বড় ঘাঁটিতে হামলা ভারতের, মৃত বহু জঙ্গি, সাংবাদিক সম্মেলনে কী জানাল কেন্দ্র]

এর আগে ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল। তখনও ভারত লাইন অব কন্ট্রোল পার করে পাকিস্তানে ঢোকেনি। তবে এবার নরেন্দ্র মোদীর জমানায় ভারত একেবারে পাক ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছে।

[আরও পড়ুন: আঁচ পেয়েও বাঁচল না পাকিস্তান, রাতের অন্ধকারে ঘাঁটি চিনে আক্রমণ ভারতের][আরও পড়ুন: আঁচ পেয়েও বাঁচল না পাকিস্তান, রাতের অন্ধকারে ঘাঁটি চিনে আক্রমণ ভারতের]

প্রসঙ্গত, ভারতীয় বায়ুসেনা এদিন ফের সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে পাকিস্তানে ঢুকে। এবার আকাশপথে ১২টি মিরাজ যুদ্ধবিমান নিয়ে হামলা হয়েছে। উড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গি ঘাঁটি। ১ হাজার কিলোর বোমা নিয়ে হামলা চালানো হয়েছে। বালাকোট, চাকোতি, মুজফফরাবাদের জঙ্গি লঞ্চ প্যাডে হামলা চলেছে। এর ফলে জঙ্গি, ট্রেনার, কম্যান্ডার মারা গিয়েছে। অনেক জঙ্গি একসঙ্গে খতম হয়েছে।

[আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইক ২ এর পর কী বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী][আরও পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইক ২ এর পর কী বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী]

English summary
First violation of Pakistani airspace since 1971 war
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X