For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনার ঐতিহাসিক পদক্ষেপ আসতে চলেছে! কী ঘটতে চলেছে

ভারতের ইতিহাসে আরও এক বড় অধ্যায় তুলে ধরতে চলেছে ভারতীয় সেনা। এই বছরের মধ্যেই পাকিস্তান সীমান্তে মোতায়েন হতে চলেছে ভারতীয় সেনার এক অভিনব গ্রুপ। যে গ্রুপে থাকতে চলেছে ১১-১৩ আইবিজিএস।

  • |
Google Oneindia Bengali News

ভারতের ইতিহাসে আরও এক বড় অধ্যায় তুলে ধরতে চলেছে ভারতীয় সেনা। এই বছরের মধ্যেই পাকিস্তান সীমান্তে মোতায়েন হতে চলেছে ভারতীয় সেনার এক অভিনব গ্রুপ। যে গ্রুপে থাকতে চলেছে ১১-১৩ আইবিজিএস। যা মোতায়েন করা হতে চলেছে দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে।

ছাড়পত্র প্রতিরক্ষা মন্ত্রকের

ছাড়পত্র প্রতিরক্ষা মন্ত্রকের

ভারতীয় সেনার IXকর্পকে নতুন করে ঢেলে সাজিয়ে তৈরি হতে চলেছে এই বিশেষ গ্রুপ। মূলত , ভারতীয় সেনার এই গ্রুপটি আপাতত অবস্থিত হিমাচল প্রদেশের ইয়লে। সেখানে সেনার ওয়েস্টার্ন কমান্ডের নেতৃত্বে গড়ে তোলা হচ্ছে এই বাহিনীকে। আপাতত এই বাহিনীর একটা অংশ রয়েছে চণ্ডীমন্দির ও হরিয়ানা সীমান্তে।

ভারতীয় সেনার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা

ভারতীয় সেনার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা

জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বাধীন ভারতীয় সেনায় এমন নতুন গ্রুপ তৈরি হতে চলেছে। ভারতের ইতিহাসে এই প্রথমবার এমনটা ঘটছে। জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন ভারতীয় সেনার যুদ্ধবাহিনীতে বিভিন্ন সেক্টরের এবার ব্যাপক ভোলবদল হবে।

কবে কোথায় মোতায়েন হতে চলেছে গ্রুপ!

কবে কোথায় মোতায়েন হতে চলেছে গ্রুপ!

সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ,এই বছরের শেষের দিকে, ডিসেম্বর মাসের মধ্যে পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে এমন গ্রুপকে। জানা যায়, এরকম প্রতিটি গ্রুপে ২০০০ থেকে ২৫০০০ জন সেনা থাকে। আর এই ধরনের ১১ থেকে ১৩ টি গ্রুপ মোতায়েন হতে চলেছে দেশের পশ্চিম ও পূর্ব সীমান্তে।

<strong>[আরও পড়ুন:এনআরসিতে নেই ১৯ লক্ষের নাম! তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র]</strong>[আরও পড়ুন:এনআরসিতে নেই ১৯ লক্ষের নাম! তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র]

[আরও পড়ুন: 'আগে ব্যাট দিয়ে ছয় মারতাম, এবার তলোয়ার দিয়ে মানুষ মারব', হুঁশিয়ারি পাক ক্রিকেটার মিয়াঁদাদের ][আরও পড়ুন: 'আগে ব্যাট দিয়ে ছয় মারতাম, এবার তলোয়ার দিয়ে মানুষ মারব', হুঁশিয়ারি পাক ক্রিকেটার মিয়াঁদাদের ]

English summary
The ministry of defence (MoD) has cleared the reorganisation of IX Corps, based in Yol in Himachal Pradesh, to form the IBGs to be deployed along the western border. Raised in 2009, IX Corps is one of the army’s youngest corps and is part of the Chandimandir, Haryana-based Western Army Command.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X