পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনার ঐতিহাসিক পদক্ষেপ আসতে চলেছে! কী ঘটতে চলেছে
ভারতের ইতিহাসে আরও এক বড় অধ্যায় তুলে ধরতে চলেছে ভারতীয় সেনা। এই বছরের মধ্যেই পাকিস্তান সীমান্তে মোতায়েন হতে চলেছে ভারতীয় সেনার এক অভিনব গ্রুপ। যে গ্রুপে থাকতে চলেছে ১১-১৩ আইবিজিএস। যা মোতায়েন করা হতে চলেছে দেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে।

ছাড়পত্র প্রতিরক্ষা মন্ত্রকের
ভারতীয় সেনার IXকর্পকে নতুন করে ঢেলে সাজিয়ে তৈরি হতে চলেছে এই বিশেষ গ্রুপ। মূলত , ভারতীয় সেনার এই গ্রুপটি আপাতত অবস্থিত হিমাচল প্রদেশের ইয়লে। সেখানে সেনার ওয়েস্টার্ন কমান্ডের নেতৃত্বে গড়ে তোলা হচ্ছে এই বাহিনীকে। আপাতত এই বাহিনীর একটা অংশ রয়েছে চণ্ডীমন্দির ও হরিয়ানা সীমান্তে।

ভারতীয় সেনার ইতিহাসের সবচেয়ে বড় ঘটনা
জেনারেল বিপিন রাওয়াতের নেতৃত্বাধীন ভারতীয় সেনায় এমন নতুন গ্রুপ তৈরি হতে চলেছে। ভারতের ইতিহাসে এই প্রথমবার এমনটা ঘটছে। জেনারেল বিপিন রাওয়াত জানিয়েছেন ভারতীয় সেনার যুদ্ধবাহিনীতে বিভিন্ন সেক্টরের এবার ব্যাপক ভোলবদল হবে।

কবে কোথায় মোতায়েন হতে চলেছে গ্রুপ!
সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ,এই বছরের শেষের দিকে, ডিসেম্বর মাসের মধ্যে পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে এমন গ্রুপকে। জানা যায়, এরকম প্রতিটি গ্রুপে ২০০০ থেকে ২৫০০০ জন সেনা থাকে। আর এই ধরনের ১১ থেকে ১৩ টি গ্রুপ মোতায়েন হতে চলেছে দেশের পশ্চিম ও পূর্ব সীমান্তে।
[আরও পড়ুন:এনআরসিতে নেই ১৯ লক্ষের নাম! তালিকাহীনদের নিয়ে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র]