বিলেতের মাটিতে এই শিখ মহিলা যে নজির স্থাপন করলেন তাতে গর্ববোধ করবেন
ব্রিটিশ পার্লামেন্টে পা রাখতে চলেছেন প্রথম মহিলা শিখ সাংসদ। বৃহস্পতিবারের মধ্যবর্তী নির্বাচনে কনজার্ভেটিভ পার্টির ক্যারোলিন স্কোয়ারকে হারিয়ে এজবাস্টনের আসন দখল করেছেন স্যান্ডওয়েলের কাউন্সিলর প্রীত কওর গিল। ব্রিটিশ পার্লামেন্টর হাউস অফ কমন্সে লেবার পার্টির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন প্রীত কওর।
এজবাস্টনেই বড় হওয়া প্রীত আগামী দিনে ব্রিটেনের শিখ সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা পার্লামেন্টে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে। এজবাস্টনে তাঁর এই বিপুল জয়ে উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি প্রীত। এজবাস্টনের মানুষের জন্য আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার অঙ্গীকারও করেছেন তিনি।

এর আগে ইউনাইটেড কিংডমের সিখ নেটওয়ার্কের সদস্য় হিসেবে কাজ করেছেন তিনি। বৃহস্পতিবার ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনে এবার মোট ৫৬জন ভারতীয় বংশোদ্ভূত প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর আগে ২০১৫ সালে ব্রিটেনের সাধারণ নির্বাচনে রেকর্ড সংখ্যক দশজন ভারতীয় মূলের প্রার্থী ব্রিটিশ সংসদে জায়গা পেয়েছিলেন। যাঁদের মধ্যে ছিলেন প্রীতি প্যাটেল, অলোক শর্মা, কিথ ভাজ, বীরেন্দ্র শর্মা ও শৈলেশ ভারা।