For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউইয়র্কে পাগরি পরে চোর ডাকাত ধরছেন এক শিখ মহিলা পুলিশ! জেনে নিন ব্যাপারটা কি

নিউ ইয়র্ক পুলিশ বিভাগে প্রথম পাগরি পরা শিখ মহিলা হিসেবে যোগ দিয়েছেন গুরসোয়াচ কাউর। তাঁকে অক্সিলিয়ারি পুলিশ অফিসার হিসেবে নেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

পাগরিধারী এক শিখ মহিলা আমেরিকার নিউইয়র্ক শহরে চোর ডাকাত ধরে বেড়াচ্ছেন! হ্যাঁ, ঠিক এরকমটাই করে দেখালেন গুরসোয়াচ কাউর। নিউ ইয়র্ক পুলিশ বিভাগে প্রথম পাগরি পরা শিখ মহিলা হিসেবে যোগ দিয়েছেন। তাঁকে অক্সিলিয়ারি পুলিশ অফিসার হিসেবে নেওয়া হয়েছে।

নিউইয়র্কে পাগরি পরে চোর ধরছেন মহিলা পুলিশ!

গত সপ্তাহেই গুরসোয়াচ নিউইয়র্ক সিটি পুলিশ অ্যাকাডেমি থেকে স্নাতক হয়েছেন। তাঁকে বিভআগে স্বাগত জানিয়ে টুইট করেছে শিখ অফিসার্স অ্যাসোসিয়েশন। এটিই আমেরিকার সবচেয়ে পুরনো শিখ পুলিশ অফিসারদের সংগঠন। তারা ফেসবুকেও গুরসোয়াচের এই নিয়োগের ঘটনা তুলে ধরেছে। তাদের আশা গুরসোয়াচকে দেখে, তাঁর মতো অনেকেই পুলিশে যোগ দিতে আগ্রহী হবেন। পাগরি পরা ইত্যাদি ধর্মাচরণ বজায় রেখেই যে পুলিশগিরি করা যায় তা বুঝতে পারবে।

হাউসিং অ্যান্ড আর্বান দপ্তরের মিনিস্টার অব স্টেট হরদীপ সিং পুরিও গুরসোয়াচকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁর আশা এই নিয়োগে আমেরিকার সমাজের শিখ ধর্ম ও শিখ সম্প্রদায় সম্পর্কে ধারণাটা স্পষ্ট হবে। তিনি এর সঙ্গে ২০১০-এ তাঁর নিজের সঙ্গে হওয়া এবং অতি সম্প্রতি কানাডার এক শিখ মন্ত্রীর সঙ্গে হওয়া ঘটনার প্রসঙ্গও উল্লেখ করেছেন। দুটি ক্ষেত্রেই অসহিষ্ণুতার মুখে পড়তে হয় তাঁদের। নিরাপত্তার দোহাই দিয়ে পাগরি খুলতে বলা হয়। রাজি না হওয়ায় দুজনকেই পুলিশি হেনস্থার মুখে পড়তে হয়েছিল। অভিযোগ শুধুমাত্র শিখ হওয়ার কারণেই তাঁদের হেনস্থা করা হয়।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগের বিভিন্ন স্তরে শিখ ধর্মাবলম্বীদের অভাব নেই। সংখ্যাটা অন্তত ২৫০ তো বটেই। ২০১৬-র ডিসেম্বর অবধি পুলিশ বিভাগে কাজ করতে গেলে তাঁরা শিখ ধর্মমতে দাড়ি রাখা বা পাগরি পরার সুযোগ পেতেন না। এরপর পোশাক বিধি সংশোধন করা হয়।

English summary
New York Police Department recruted its first Sikh turbanated woman police officer, Gursoach Kaur. She was taken as an auxiliary police officer.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X