For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের রাজ পরিবারের প্রথম সমকামী বিবাহ বাসর ঘিরে উন্মাদনা তুঙ্গে

রয়্যাল পরিবারে এই প্রথম সমকামী বিয়ে হল।

  • |
Google Oneindia Bengali News

লর্ড আইভার মাউন্টব্যাটেন। ব্রিটিশ রাজরানির পরিবারের আত্মীয়। রাজ পরিবারের দূর সম্পর্কের সদস্যও বটে। তিন সন্তানের পিতা লর্ড এবার খুঁজে নিয়েছেন তাঁর প্রেম জেমস কোয়েলের মধ্যে। নিজেকে সমকামী হিসাবে পরিচয় দেওয়ার দুই বছরের মধ্যে জেমসকে বিয়ে করলেন লর্ড।

ইংল্যান্ডের রাজ পরিবারের বসল প্রথম সমকামী বিবাহ বাসর

ব্রিটিশ রানি এলিজাবেথের তুতো ভাইয়ের ছেলে লর্ড মাউন্টব্যাটেন। রাজ পরিবারের সদস্য ও অন্য আত্মীয়দের সামনেই জেমস ও লর্ড আংটি বদল করেছেন। রয়্যাল পরিবারে এই প্রথম সমকামী বিয়ে হল।

অন্য আত্মীয়দের কাছ থেকে তো বটেই, রাজ পরিবারের সদস্যদের কাছ থেকেও দারুণ অভ্যর্থনা পেয়েছেন দুজনে। বিয়ের পর্ব সেরে দুজনে হানিমুনে গ্রিস অথবা ক্রোয়েশিয়ায় মধ্যে কোনও এক জায়গায় যাবেন।

১৭ বছর সংসার করার পরে ২০১১ সালে শেষ অবধি পেনির সঙ্গে বিচ্ছেদের ভাবনা লর্ডের মনে আসে। ১৭ বছর বয়স থেকেই নিজে উভকামে আসক্ত বলে মনে হয়েছিল লর্ডের। যদিও পুরুষের মোহ ছেড়ে এক নারীকে বিয়ে করেন তিনি। তবে এতদিন পরে সেই মায়াজাল কেটে বেরিয়ে এসেছেন।

লর্ডের তিন মেয়েও বাবাকে নিজের মতো করে চলতে দেওয়ার পক্ষপাতী। ফলে মেয়েদের সম্মতি নিয়ে শেষ অবধি নিজের ভালোবাসার তরী ভাসিয়ে দিয়েছেন রাজপরিবারের প্রথম সমকামী সদস্য।

English summary
First royal gay wedding in Royal family as Queen's cousin Lord Mountbatten marries James Coyle
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X