For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিতর্কিত রাফালে বিমানটি ঠিক কেমন, দেখুন ফার্স্ট লুকের ভিডিও

ফ্রান্সের ইস্ট্রে-লে টিউব এয়ারবেসের পরীক্ষা হয়ে গেল রাফালের।

  • |
Google Oneindia Bengali News

ফরাসি যুদ্ধ বিমান রাফালে কেনা নিয়ে ভারতে যেন সরকার ও প্রধান বিরোধী দলের যুদ্ধ চলছে। নরেন্দ্র মোদী সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সরকার অন্যায়ভাবে রাফালে বিমান চুক্তি করেছে, এমনটাই দাবি করেছেন তিনি। একইসঙ্গে অনিল আম্বানির সংস্থাকেও অন্যায়ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে প্রধানমন্ত্রীকে দুর্নীতিগ্রস্ত বলতেও ছাড়েননি রাহুল।

রাফালের পরীক্ষা

এসবের মাঝেই ফ্রান্সের ইস্ট্রে-লে টিউব এয়ারবেসের পরীক্ষা হয়ে গেল রাফালের। তাঁরই ভিডিও সামনে এনেছে সংবাদসংস্থা এএনআই। এই যুদ্ধবিমান বিশ্বের অন্যতম সেরা। ফ্রান্সের কাছ থেকে জরুরি ভিত্তিতে ভারত ৩৬টি এমন বিমান কিনছে। যা নিয়ে চুক্তিতেই বিতর্ক তৈরি হয়েছে।

এরিক ট্র্যাপিয়ারের বক্তব্য

এর আগে ড্যাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমস্ত অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, ড্যাসল্ট ও রিলায়েন্সের রাফালে সম্পর্কিত যৌথ উদ্যোগ নিয়ে যা বলা হচ্ছে তার মধ্যে কোনও সত্যতা নেই। চুক্তির বিস্তারিত না জেনেই মন্তব্য করা হয়েছে।

রাহুলকে ঘুরিয়ে মিথ্যেবাদী বলা

এরিক ট্র্যাপিয়ার বলেছেন, আমি মিথ্যে বলি না। আগে যা বলেছি গোটাটাই সত্যি কথা। আমার মিথ্যা বলার বদনাম নেই। সিইও হিসাবে আপনি মিথ্যে বলতে পারেন না। অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপকে বরাত পাইয়ে দেওয়া নিয়ে ড্যাসল্টকে বাধ্য করেছিল মোদী সরকার, এমনই অভিযোগ করেছিলেন রাহুল। সেই প্রেক্ষিতেই এরিক ট্র্যাপিয়ার একথা বলেছেন।

কম দামে রাফালে

ড্যাসল্ট সিইও-র দাবি, যৌথ উদ্যোগে বিনিয়োগ হয়েছে। আমরা টাকা দিয়ে সাহায্য করিনি। ৪৯ শতাংশ আমাদের বিনিয়োগ ও ৫১ শতাংশ রিলায়েন্সের বিনিয়োগ হয়েছে। মোট ৮০০ কোটি টাকা বিনিয়োগ হবে যার অর্ধেকটা আমরা ও অর্ধেকটা রিলায়েন্স দেবে। এছাড়া আগের দামের চেয়ে ৯ শতাংশ কম দামে চুক্তি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

English summary
First look of the Rafale jet, from the Istre-Le Tube airbase in France
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X