For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আশাবাদী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আশাবাদী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প

  • |
Google Oneindia Bengali News

চলতি মাসেই ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তা নিয়ে ইতিমধ্যে দেশব্যাপী রাজনৈতিক জল্পনা তুঙ্গে উঠেছে। একদিকে চলতি বছরেই হতে চলেছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচন, অন্যদিক বর্তমানে তীব্র নাগরিকত্ব সংকটে ডুবে গোটা দেশ।

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদী মেলানিয়া ট্রাম্প

দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদী মেলানিয়া ট্রাম্প

এবার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই রাষ্ট্রপ্রধান নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প তাদের আসন্ন বৈঠক নিয়ে খুবই উত্সাহী বলে জানা যাচ্ছে। এমতাবস্থায় ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আশাবাদী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। ইতিমধ্যে আসন্ন ভারত সফর নিয়ে আশাবাদী হিসাবে দেখা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি এই ক্ষেত্রে মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প।

মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট মেলানিয়ার

মোদীকে ধন্যবাদ জানিয়ে টুইট মেলানিয়ার

এদিন একটি টুইট বার্তায় মেলানিয়া ট্রাম্প বলেন বিশ্বের প্রথম মহিলা হিসাবে তাঁর প্রথম ভারত সফর দু'দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক উদযাপনের একটি উপলক্ষ হতে চলেছে। পাশাপাশি তাদের আমন্ত্রণ জানানোর মোদীকে ধন্যবাদ জানাতেও দেখা যায় তাকে। একই সাথে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আর মজবুতির পক্ষে সওয়াল করতে দেখা যায় তাকে।

২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ট্রাম্প দম্পতি

২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ট্রাম্প দম্পতি

এদিকে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ট্রাম্প দম্পতি। এই প্রসঙ্গে টুইটারে মেলানিয়া আরও লেখেন, "এই মাসের শেষের দিকে আহমেদাবাদ এবং নয়াদিল্লি সফরের আশায় আমি ও প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছি।" পাশাপাশি এরপরই এ কটি টুইট বার্তায় মোদীকে ট্রাম্পের ভারত সফর স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়ে একটি টুইট করতে দেখা যায়।

English summary
First Lady Melania Trump is excited about visiting India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X