For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জি২০ সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে ভারত-জাপান-আমেরিকা

আর্জেন্তিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হল ভারত-জাপান-আমেরিকা।

  • |
Google Oneindia Bengali News

আর্জেন্তিনার বুয়েনস আইরেসে অনুষ্ঠিত জি২০ সম্মেলনের ফাঁকে প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হল ভারত-জাপান-আমেরিকা। তিন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকারের প্রধানরাই উপস্থিত ছিলেন। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সৌহার্দ্য রক্ষায় এই বৈঠক কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

প্রথমবার ত্রিপাক্ষিক বৈঠকে ভারত-জাপান-আমেরিকা

এই প্রসঙ্গে নরেন্দ্র মোদী বলেন, প্রথম এমন ত্রিপাক্ষিক বৈঠক হল। তিন দেশের জন্যই তা ভালো খবর। কারণ তিনটি দেশই গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করে। বিশ্বে শান্তি, উন্নতি ও স্থায়ীত্বের পক্ষে তিন দেশ মিলিতভাবে কাজ করবে।

তিন দেশের বৈঠকের পর ভারতের বিদেশ সচিব বিজয় গোখলে বলেন, তিন দেশই ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও উন্নতির লক্ষ্যে কাজ করবে। বৈঠকে উপস্থিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ভারতে করা প্রধানমন্ত্রী মোদীর নানা কাজের ভূয়সী প্রশংসা করেন।

জি২০ সম্মেলনে অংশ নিতে তিনদিনের সফরে আর্জেন্তিনায় গিয়েছেন মোদী। বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল অর্থনীতির দেশের মধ্যে হওয়া এই সম্মেলনে বিশ্বের মুখ্য অর্থনৈতিক বিষয়গুলিই মূলত আলোচনা করা হচ্ছে।

এর পাশাপাশি ভারত-রাশিয়া-চিনের মধ্যে বৈঠকও হয়েছে। ব্রিকস-ভুক্ত তিনটি দেশ একসঙ্গে ২০০৬ সালের পর প্রথম বৈঠক করল।

English summary
First Japan-America-India trilateral meet held in G20 summit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X